দিশারী : রওনক খান
প্রকাশিত:
৬ মার্চ ২০২৪ ১৮:০৮
আপডেট:
১১ মার্চ ২০২৪ ১৬:৩৬
তোমায় আমি ছোট্ট একটা আকাশ দিলাম
রঙীন দুটো ডানাও দিল
অমল অনন্তে উড়তে শেখো
মেঘের বাড়ি এঘর ওঘর করতে শেখো
আমার আছে শীর্ণ হাতে বিশীর্ণ এক নদী
তুমি তারে নীলাম্বরী নাম দিও
নিরবধি বইতে দিও
একূল ওকূল করতে শেখো
ডুবতে শেখো, ভাসতে শেখো
ঘোর তুফানে ভাটিয়ালী গাইতে শেখো
আমার আছে মৌমাছি ঘর
তুমি তারে যত্নে রেখে
বাহির এবং অন্দর
তোমায় আমি গেরুয়া রং এর উঠান দিলাম
জোৎস্না মাখা রাত্রি দিলাম
কানামছি খেলতে শেখো
ইচ্ছে হলে বুনতে শেখো, গোলাপ কিংবা রক্তজবা
তোমায় আমি বকুল ঝরা, দূর্বা মোড়া পথটা দিলাম,
অবলিলায় চলতে শেখো,
দ্রোহ শেখো সন্ধি শেখো
প্রীতি শেখো, বদলে যাওয়ার রীতি শেখো
ভালোবাসার কনকপ্রদীপ জ্বালতে শেখো
ভালো আছি কইতে শেখো।
রওনক খান
কবি ও লেখক, বাংলাদেশ
বিষয়: রওনক খান
আপনার মূল্যবান মতামত দিন: