তিলোত্তমা ধর্ষণ: চরাচরে ভাসে কান্না
প্রকাশিত:
২৫ আগস্ট ২০২৪ ১৪:৩৭
আপডেট:
২৫ আগস্ট ২০২৪ ১৯:১৭
(আর জি কর হসপিটালে তরুণী ডাক্তারকে নির্মম ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিব্যক্তি প্রকাশ
কবিতায়,সঙ্গত কারণে তরুণীর নাম পরিবর্তিত)
মা, তোর রক্তে ভাসছে আজো শহর তিলোত্তমা
ধর্ষক তুই, তোদের আর করবে না কেউ ক্ষমা,
শহর কাঁদছে, গ্রাম কাঁদছে, কাঁদছে বাংলা-মা;
সময় এসেছে ধর্ষক তোরা আজই নিপাত যা।
আঁচড়ে কামড়ে খেয়েছে ওরা তরুণীর সারা দেহ
বিবস্ত্র দেহ,নির্যাতিতার বাঁচাতে আসে নি কেহ,
এভাবে কি চলতে থাকবে আরজিকরে নৈরাজ্য ?
অধ্যক্ষ তোমার,সুপার তোমার শাস্তি কি শিরোধার্য?
শ্বাসরোধ করে, চশমা গুঁড়িয়ে থেঁতলে দিয়ে মাথা
নরখাদকরা লালসা মেটালো রক্তাক্ত জীবন-খাতা,
মদ্যপ পশুরা গলা টিপে তোর হত্যা করে নিশ্চিত,
পশু,তোদের পুরুষাঙ্গ কেটে খেল মৃত্যু- চু কিৎ কিৎ
বিশেষ কারণে মধ্যপ্রদেশে আসতে হয়েছে কাজে-
এখানে এসেও ঘুম নেই বোন দু’চোখ ভেসেছে জলে,
তোর কষ্টে এখানেও চাঁদ মুখ ঢেকছে লজ্জায়...
আর্তচিৎকার ও কান্না ভাসে বঙ্গ-দেশের অস্থিমজ্জায়।
আকাশে কান্না,বাতাসে কান্না,গর্জে উঠেছে বঙ্গ
আরজিকরের নৃশংসতায় কাঁপছে দেশের অঙ্গ,
হোক প্রতিবাদ,জল্লাদরা পাক কঠোরতম শাস্তি
ডাক্তার তরুণীর আত্মার সাথে অক্ষয় হোক দোস্তি।
ডঃ মহীতোষ গায়েন
অধ্যাপক, সিটি কলেজ, নিউ ব্যারকপুর, কলকাতা
বিষয়: ডঃ মহীতোষ গায়েন
আপনার মূল্যবান মতামত দিন: