সিডনী শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৪, ২৯শে ভাদ্র ১৪৩১


সোনালী অতীত : রোজীনা পারভীন বনানী 


প্রকাশিত:
২৫ আগস্ট ২০২৪ ১৪:৪৯

আপডেট:
২৫ আগস্ট ২০২৪ ১৯:১২

রোজীনা পারভীন বনানী 

 

বাইরে ঝুম বৃষ্টি—
ভিতরে উষ্ণ চায়ের কাপে আয়েশী সকাল 
মিলেছে ক্ষনিকের উপভোগ্য অবসর, 
চুমুকে চুমুকে আত্মতৃপ্তি।


স্মৃতিতে ফেলে আসা দিন—
ফেলে আসা শৈশব, ফেলে আসা কৈশর....
আষাঢ়ে ভেসে যাওয়া মাঠ-ঘাট-প্রান্তর....
দিনভর শুধু রিমঝিম----রিমঝিম....
বেজে যাওয়া সেই বর্ষার সংগীত....


ডালে-ডালে নুঁয়ে পড়া সেই শুভ্র কদম
গাছে-গাছে জবুথবু চড়ুই-শালিক-ময়না-টিয়া..
খুশিতে স্নানে-স্নানে মাতোয়ারা, দিশাহারা  
সই-সখী’র সাথে পিঠোপিঠি দুই সহোদরা...
মায়ের স্নেহের শাসন, সেই মধুর কানমুলা...


দুপুরে পাতে-পাতে গরম গরম খিচুড়ি  
সাথে কাঁচা মরিচ, পেঁয়াজ, টাটকা গাওয়া ঘি....
আহ! মায়ের হাতের যাদু, সেই স্বর্গীয় স্বাদ...
আজও নিদাগ,অমলিন !


চায়ের কাপেই জুড়িয়ে গেল আমার সোনালী অতীত ---
জীবন আজ কি ভীষণ তিতকুটে, বিস্বাদ !

 

 

রোজীনা পারভীন বনানী
ঝিনাইদহ, বাংলাদেশ

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top