সোনালী অতীত : রোজীনা পারভীন বনানী
প্রকাশিত:
২৫ আগস্ট ২০২৪ ১৪:৪৯
আপডেট:
২৫ আগস্ট ২০২৪ ১৯:১২
বাইরে ঝুম বৃষ্টি—
ভিতরে উষ্ণ চায়ের কাপে আয়েশী সকাল
মিলেছে ক্ষনিকের উপভোগ্য অবসর,
চুমুকে চুমুকে আত্মতৃপ্তি।
স্মৃতিতে ফেলে আসা দিন—
ফেলে আসা শৈশব, ফেলে আসা কৈশর....
আষাঢ়ে ভেসে যাওয়া মাঠ-ঘাট-প্রান্তর....
দিনভর শুধু রিমঝিম----রিমঝিম....
বেজে যাওয়া সেই বর্ষার সংগীত....
ডালে-ডালে নুঁয়ে পড়া সেই শুভ্র কদম
গাছে-গাছে জবুথবু চড়ুই-শালিক-ময়না-টিয়া..
খুশিতে স্নানে-স্নানে মাতোয়ারা, দিশাহারা
সই-সখী’র সাথে পিঠোপিঠি দুই সহোদরা...
মায়ের স্নেহের শাসন, সেই মধুর কানমুলা...
দুপুরে পাতে-পাতে গরম গরম খিচুড়ি
সাথে কাঁচা মরিচ, পেঁয়াজ, টাটকা গাওয়া ঘি....
আহ! মায়ের হাতের যাদু, সেই স্বর্গীয় স্বাদ...
আজও নিদাগ,অমলিন !
চায়ের কাপেই জুড়িয়ে গেল আমার সোনালী অতীত ---
জীবন আজ কি ভীষণ তিতকুটে, বিস্বাদ !
রোজীনা পারভীন বনানী
ঝিনাইদহ, বাংলাদেশ
বিষয়: রোজীনা পারভীন বনানী
আপনার মূল্যবান মতামত দিন: