সিডনী মঙ্গলবার, ১২ই নভেম্বর ২০২৪, ২৭শে কার্তিক ১৪৩১


অযোধ্যা পাহাড়ের গল্প : মহীতোষ গায়েন


প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২৪ ১৩:১১

আপডেট:
১২ নভেম্বর ২০২৪ ০২:৫৩

মহীতোষ গায়েন

 

পাহাড়ের বুকে ভোর বেলায় হঠাৎ নামে বৃষ্টি
স্নানযাত্রী লাজুক প্রকৃতি আনমনা তার দৃষ্টি,
সাঁওতাল মেয়ে হেঁটে যায় জঙ্গলে একাকিনী
এখানে প্রেম এখানে নারী আনন্দে গরবিনি।

সবুজ অরণ্যে লীলায়িত বাহারি ফুলের মেলা
দিগন্ত জুড়েই অপাপবিদ্ধ মোহমত্ততা খেলা,
সাহেবডিহিতে গভীর রাতে নিয়নবাতির তলে
সাঁওতাল নাচ বুক কাঁপিয়ে সারা রাতভর চলে।

মার্বেল লেকে উদাস প্রেমিক নির্জনে বসে থাকে
চুপিসারে কেউ স্মৃতিচিত্র মানস পটেতে আঁকে,
বামনি ফল্সে অতি মনোরম ঝরনাধারা কোলে
হৃদয় দেওয়ার অম্লান খেলা নীরব নিভৃতে চলে।

তুর্গা ফল্সে ক্লান্ত সূর্য যখন অস্তায়মান হয়
প্রেমার্থী নিজের অজান্তে শৈশব খুঁজে পায়,
আপার ড‍্যামের আঁধারে মন দেওয়ার পালা
জলপ্রপাতে বয়ে চলে প্রেমের বাসর-ভেলা।

অনুরাগিণী সন্ধ্যা নামে পাখি-পাহাড়ের বুকে
শিহরন জাগে সারা শরীরে ক্লান্ত চোখে মুখে,
বাগমুণ্ডিতে জাগে সন্ত্রাসহীন জীবন ঐকতান
অযোধ্যা পাহাড়ে ধ্বনিত দিন বদলের গান।


ডঃ মহীতোষ গায়েন
অধ্যাপক, সিটি কলেজ, নিউ ব‍্যারকপুর, কলকাতা


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top