বর্ষার প্রেম : কাশফী
প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০২৪ ১২:৫৮
আপডেট:
১৬ জানুয়ারী ২০২৫ ২০:২৯
নীল আকাশে মেঘের খেলা,
বৃষ্টির ফোঁটায় সুরের মেলা,
শ্রাবণের মায়ায় হৃদয় ভরা,
আজ বর্ষা এনে দিলো প্রেমের ছোঁয়া।
কদমফুলের গন্ধে ভাসি,
শেফালী বকুলের ছায়া হাসি,
জংলী কচুর নরম পাতা,
বর্ষা যেন হৃদয়ে বাঁধা এক কথা।
পান্জাবী শাড়ির যুগল সাজ,
চোখে চোখে খুঁজে প্রেমের রাজ,
মেঘলা দিনের হাতছানিতে,
হৃদয় বলে, “থাকো আমার জীবনের গানিতে।”
গল্প-কবিতা, ছন্দের ভাঁজে,
প্রেমের বর্ষা রঙিন সাজে।
বন্ধু পরিবার—সব সাথি,
আজ হৃদয়ে গাঁথা স্মৃতির মালা জ্বালায় বাতি।
কাশফী
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: