বিপ্লবের বীজ - ম.ম রবি ডাকুয়া
প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৬
আপডেট:
১৪ ডিসেম্বর ২০২৪ ১৫:২২
গণপ্রহারে বিবেক মরেছে,
বুকের ভিতর বিবেক সীমান্তে মানবতা হেটে গেছে বহু দূরে,
বাষ্ট্রের আর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হবেনা,
পাকিস্তানের জিন্নার সাথে জিন্দাপোড়া,
ঘরপোড়া ভর্তি আলুপোড়া
ছাঁই খুঁজে লাভ কি পুরো দেশজুড়ে শ্মশান।
আমার কষ্টগুলো গণআন্দোলনের মিছিলের জোয়ারে ভাসিয়ে দেবো।
যদি মিছিলে তোমরা রক্ত ঝরাও
তবে শ্লোগানগুলো আমাদের বুলেট হবে।
মুক্তি পেয়েছে গণতন্ত্র,
তোমরা ছিলে যারা অতন্দ্র,
লও সালাম সচেষ্ট রও।
নমস্কার জানাই এ পূর্ণমনস্কাম।
দেশমাতার হে নাগরীক,
মানুষের সারিতে তবু মানুষ খুঁজি,
মানুষের মত মানুষ নয়,
যার ভেতরে মনুষ্যত্ব রয়।
প্রেম ও বিপ্লব মুঠোয় পুরে আজ পথে,
তুমি চাইলে থামবো নইলে নামবো রাজপথে।
আমার বিবেক হত্যার দায়ে আমি আমার ফাঁসি চাই,
আর মন ভাঙলো যারা,
বুকের ভেতর পাথর নদী,
কাতর করেনা পাড় ভাঙে যদি।
একটুখানি বিপ্লবের বীজ পুতে যাই,
সাধারণ নাগরীক হয়ে একটু মরে যেতে চাই।
কিছু না বললেও বুকের ভিতর সারিসারি অনাহারি মিছিল চলে,
তুমিও ছিলে যে মুক্তির মিছিলে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: