সিডনী বৃহঃস্পতিবার, ১৬ই জানুয়ারী ২০২৫, ৩রা মাঘ ১৪৩১


ঈশ্বরের অভিশাপ - রুশো আরভি নয়ন


প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৮

আপডেট:
১৪ ডিসেম্বর ২০২৪ ১৫:২৭

ছবি: রুপক অর্থে

ঘুমন্ত নদীর ওপরে ঝুলে থাকে ধোঁয়াটে শ্বাস,
দিগন্তের শরীর ভিজে যায় কুয়াশার চাদরে।
মাঠের বুকজুড়ে শীতল শিরশিরে কাঁপন,
যেন প্রাচীন কোনো ব্যথা ভাসিয়ে দেয় শস্যের শিরা।

পলাশের গায়ে জমে থাকে ঘামের মতো শিশির,
তুষারের চুম্বন গায়ে মেখে উলঙ্গ বৃক্ষেরা নত।
কোথাও পলাতক সূর্য মায়াবী জলে ডুবে,
তন্দ্রায় ঢেকে দেয় জীবনের টুকরো টুকরো রোদ।

কুকুরের কাঁপুনিতে ফেটে যায় রাতের স্তব্ধতা,
গ্রামের কুঁড়েঘরগুলো হাঁপিয়ে ওঠে আগুনের ঘ্রাণে।
জড়োসড়ো মানুষ, উলের স্বপ্নে লুকিয়ে রাখে হাত,
তবু দারিদ্র্যের হিমেল ছোঁয়া ভেদ করে শরীর।

এই শৈত্যপ্রবাহ—
কখনো যেন ঈশ্বরের অভিশাপ,
কখনো আবার মাটির কোলে এক নীরব বিলাপ।
তার ঝাপটা পেরিয়ে,
আমরা অপেক্ষায় থাকি
বসন্তের উষ্ণ আলিঙ্গনের জন্য।

মতিহার, রাজশাহী, বাংলাদেশ


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top