বিজয়ের আলো - কাশফী
প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০২৪ ১৯:৫১
আপডেট:
১৪ ডিসেম্বর ২০২৪ ১৫:০৬

রক্তিম সূর্যের আলো ঝরে,
বিজয় আসে ঘরে ঘরে।
স্বাধীনতার ডাকে হৃদয় জ্বলে,
মাটি কথা বলে, চেতনায় দোলে।
শহীদের রক্তে লেখা ইতিহাস,
বিজয়ের পথে আনল বিশ্বাস।
সবুজে লাল পতাকা উড়ে,
গৌরব ছড়ায় আঁধার নীড়ে।
এই আলো হোক চিরদিনের,
বিজয়গাথা রবে প্রাণে আমাদের।
স্বপ্নের বাংলাদেশ হাসবে চিরকাল,
বিজয়ের সুরে হোক বিশ্বময় গীত কাল ।
সিডনি, অস্ট্রেলিয়া
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: