সিডনী বৃহঃস্পতিবার, ১৬ই জানুয়ারী ২০২৫, ৩রা মাঘ ১৪৩১


পাখির সাথে ফুলের সাথে নদীর সাথে আমার বাস


প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০২৪ ১৯:৫৪

আপডেট:
১৪ ডিসেম্বর ২০২৪ ১৫:২৪

পাখির সাথে ফুলের সাথে 

নদীর সাথে আমার বাস 

মুক্ত হাওয়ায় ফসলের ক্ষেতে 

নিই যে নিঃশ্বাস 

মনের কোনে দিবানিশি 

সুখের করি চাষ 

ভালবাসা দিয়ে ধরণীটিতে 

হতে চাই ইতিহাস —— 

স্বাধীনতার সুখ পরম গর্বের 

আমার মনে উজ্বল 

চলতে ফিরতে দিবা নিশি 

যোগায় মনোবল 

মায়ের ভাষা প্রাণের ভাষা 

মন করে চঞ্চল 

পাখির ডাকে হৃদয় নাচে 

দেহ করে নির্মল —— 

আমি বাঙালি এই পরিচয় 

আমার অহংকার 

মেঘ নদী জল আকাশ বাতাস 

সদা তোলে মনে ঝংকার 

অত্যাচারের খড়গো আমায় 

প্রতিবাদ শেখায় বারবার 

লাল সবুজের পতাকার মাঝে 

রয়েছে ঠিকানা আমার—— 

বুক ফুলিয়ে চলি আমি 

সত্যকে করি জয় 

দুর্নীতি ঠেলে সামনে এগোই 

করিনা কোন ভয় 

শোষণ শাসন নিপীড়ন এ 

বিবেক কাঁদে সদাই 

দুঃখি মানুষের সাথে আছি আমি 

তাদের পাশে দাঁড়াই——- 

 
- শাহান আরা জাকির পারুল 

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top