অস্ট্রেলিয়ার নতুন আইনে গুগোলের হুমকি


প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২১ ১৭:৫৯

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০৬:৩০

 

প্রভাত ফেরী: সংবাদমাধ্যমকে সামনে রেখে সম্প্রতি অস্ট্রেলিয়া একটি নতুন আইন কার্যকর করতে চলেছে। সেই আইনের বক্তব্য- এবার থেকে অস্ট্রেলিয়ায় খবর লিঙ্ক এবং তা ব্যবহার করার জন্য Google-কে টাকা দিতে হবে। আর অস্ট্রেলিয়া সরকারের এই সিদ্ধান্তের পরেই নড়েচড়ে বসেছে বিশ্বের অন্যতম এই সার্চ ইঞ্জিন সংস্থা। কার্যত হুমকি দিয়েছে তারা- এই প্রস্তাব আইনে পরিণত এবং কার্যকর হলে Google অস্ট্রেলিয়ায় তাদের সার্চ ইঞ্জিন বন্ধ করে দেবে!

এই জায়গায় এসে Google কী ভাবে ব্যবসা করে, সেটা খুব সংক্ষেপে না বললেই নয়। কেন না, অস্ট্রেলিয়া এবং তার সংবাদ মাধ্যমের যাবতীয় আপত্তি জড়িয়ে রয়েছে Google-এর এই ব্যবসাকে ঘিরে। আমরা সবাই জানি যে Google নিজস্ব কোনও কনটেন্ট জেনারেট করে না। তা বহু খবর এক জায়গায় নিয়ে আসে, সেগুলোর লিঙ্ক, সার্চের মাধ্যমে রেভিনিউ জেনারেট করে থাকে। একই ভাবে কাজ করে Google News-ও। সার্চ ইঞ্জিনের এই অংশে বহু সংস্থার বহু খবর একজায়গায় থাকে। আমরা যখন তা সার্ফ করি, কার্যত লাভের মুখ দেখে Google। বিজ্ঞাপনদাতারা এই সার্ফিংয়েরবহুল ব্যবারের উপরে টাকা তুলে দেয় Google-এর হাতে।

আর ঠিক এই জায়গাতেই আপত্তি জানিয়েছে অস্ট্রেলিয়া। তারা দেখেছে যে বেশ কয়েক বছর ধরে তাদের সংবাদের সূত্রে একটা মোটা মুনাফার মুখ দেখেছে Google। কিন্তু সংবাদমাধ্যমগুলোর বলতে গেলে কিছুই লাভ হয়নি। তাই এবার আইন আসতে চলেছে- Google News-এ অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের খবর থাকলে সংস্থাকে টাকা দিতে হবে। Google এই প্রস্তাবে রাজি নয়, কাজেই তারা অস্ট্রেলিয়া থেকে ব্যবসা সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছে। তাদের কাছে এছাড়া আর কোনও উপায় নেই, এই কথা সাফ জানিয়ে দিয়েছেন Google অস্ট্রেলিয়ার ভাইস প্রেসিডেন্ট মেল সিলভা।

Google তাদের বক্তব্য স্পষ্ট ভাবে জানিয়ে দিলেও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন (Scott Morrison)। অস্ট্রেলিয়া হুমকির কোনও জবাব দেয় না, শুধু এটুকু বলেই সব বিতর্কে ইতি টানতে চাইছেন তিনি। তবে দেশের মনোভাব যে বেশ অনড়, তা তাঁর বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে। অস্ট্রেলিয়ায় ব্যবসা করতে গেলে এখানকার আইন মেনে চলতে হবে, সেটা বলতে ভোলেননি তিনি।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top