সাংবাদিক নাইম আবদুল্লাহ পেলেন চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সম্মাননা


প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৩

আপডেট:
২২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৪

চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সভাপতি সৈয়দ আকরাম উল্লাহ ও পাবলিকেশন সেক্রেটারি সাদিয়া হক যৌথভাবে নাইম আবদুল্লাহর হাতে সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।

চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া আয়োজিত মেজবান ২০২৫ অনুষ্ঠানে কমিউনিটি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ নাইম আবদুল্লাহকে সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশন ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

আজ রোববার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় তাঁকে সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশন ও ক্রেস্ট প্রদান করা হয়।

সার্টিফিকেটে উল্লেখ করা হয়, সাংবাদিক নাইম আবদুল্লাহ কমিউনিটির উন্নয়নে নিবেদিত ভূমিকা, সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক কার্যক্রমে সহযোগিতা করে চলেছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও সামাজিক উদ্যোগকে আরও এগিয়ে নিতে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে।

চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সভাপতি সৈয়দ আকরাম উল্লাহ ও পাবলিকেশন সেক্রেটারি সাদিয়া হক তাঁর হাতে সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।

তারা বলেন, কমিউনিটির কল্যাণে যেসব ব্যাক্তি ও প্রতিষ্ঠান ও সংগঠন নিরলসভাবে কাজ করছে, তাদেরকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আরও অনুপ্রাণিত করা হবে।

উল্লেখ্য, মেজবান ২০২৫ সিডনির বাংলাদেশি প্রবাসীদের জন্য এক মহামিলনমেলায় রূপ নেয়। যেখানে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, খাবার পরিবেশন ও নানা আয়োজন। এতে হাজারো প্রবাসী অংশগ্রহণ করেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top