শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মেলবোর্ন


প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২১ ২০:২৩

আপডেট:
৮ এপ্রিল ২০২৫ ১৬:৫৩

 

স্থানীয় সময় বুধবার ৯টা ১৫ মিনিটে ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বের মেলবোর্ন শহর। ভিক্টোরিয়া রাজ্যের রাজধানীর কাছে ম্যানসফিল্ডে এ ভূমিকম্প অনুভূত হয়।
এতে মেলবোর্ন শহরের অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত ভূমিকম্পের ঘটনায় গুরুতর হতাহতের কোন খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি বলেন, আমরা গুরুতর আঘাতের কোনো খবর পাইনি এবং এটা একটি ভালো সংবাদ।

দক্ষিণ অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলসেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর ৪ এবং ৩.১ মাত্রার দু'টি পরাঘাত (আফটার শক) অনুভূত হয়। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের কারণে বেশ কয়েকটি উঁচু টাওয়ার এবং শহরের একটি হাসপাতাল খালি করা হয়েছে। ক্ষতির কারণে কিছু শহরের ট্রাম লাইন স্থগিত রয়েছে।

ভিক্টোরিয়ার জরুরি বিভাগ ভূমিকম্প পরবর্তী সম্ভাব্য ক্ষতির জন্য সতর্ক থাকতে বলেছে। প্রশাসনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, যদি আপনি ভিক্টোরিয়ায় বসবাস করেন তবে আপনি কিছুটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আছেন। ভূমিকম্প বা পরবর্তী কম্পনের সময় ক্ষতিগ্রস্ত ভবন বা অন্য সব জিনিসপত্র থেকে দূরে থাকুন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top