পদত্যাগ করলেন এনএসডব্লিউ প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান


প্রকাশিত:
৩ অক্টোবর ২০২১ ২৩:১২

আপডেট:
৮ এপ্রিল ২০২৫ ১৬:০২

 

দুর্নীতির অভিযোগে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের প্রাদেশিক প্রধান গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান পদত্যাগ করেছেন। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ ওঠার পর তিনি নিজেই পদত্যাগ করেছেন।ক্ষমতাসীন লিবারেল পার্টি নিউ সাউথ ওয়েলস রাজ্যের জন্য নতুন নেতা নির্বাচনের পরই গ্ল্যাডিস বেরেজিক্লিয়ানের পদত্যাগ কার্যকর হবে। তিনি ছিলেন এই রাজ্যের ৪৫তম মুখ্যমন্ত্রী।

গত শুক্রবার সকাল থেকেই গ্ল্যাডিসের পদত্যাগের গুঞ্জন ওঠে। পরে ওই দিন দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি রাজ্যের প্রধানমন্ত্রী এবং সেই সঙ্গে দলের রাজ্যপ্রধানের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। চলতি মাসের শেষ নাগাদ গ্ল্যাডিস বেরেজিক্লিয়ানের বিরুদ্ধে আসা অভিযোগের তদন্ত শেষ হবে।

এক সংবাদ সম্মেলনে সাবেক মুখ্যমন্ত্রী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি সব সময় সর্বোচ্চ স্তরের সততার সঙ্গে কাজ করেছি। ইতিহাস দেখবে, যাদের আমি সেবা করার বিশেষ সুযোগ পেয়েছিলাম তাদের জন্যে আমি আমার দায়িত্ব সততার সঙ্গেই পালন করেছি’।

রাজ্য পার্লামেন্টে ১৮ বছর ধরে এমপির অবস্থান ধরে রাখা এই নেত্রীর পদে স্থলাভিষিক্ত হতে দলের অন্য নেতৃবৃন্দের তোড়জোড় চলছে। 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top