অস্ট্রেলিয়ার করোনাভাইরাস আপডেট; শুরু হয়েছে জাতীয় বুস্টার ভ্যাকসিন কর্মসূচী


প্রকাশিত:
৯ নভেম্বর ২০২১ ২৩:০১

আপডেট:
৮ এপ্রিল ২০২৫ ১৬:২৮

 

প্রভাত ফেরী: অস্ট্রেলিয়া সরকারের বুস্টার ভ্যাকসিনেশন রোলআউট প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে আজ থেকে শুরু হচ্ছে। ১৮ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে যারা কমপক্ষে ছয় মাস আগে তাদের টিকা দেওয়ার দুই ডোজ কোর্স সম্পন্ন করেছে তারা বুস্টার ডোজ দিতে পারবেন।

www.australia.gov.au অথবা www.health.gov.au ভিজিট করে ভ্যাকসিন ক্লিনিক ফাইন্ডারের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন।

মেলবোর্নের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট (CBD) পুনরুজ্জীবিত করার জন্য ৪৪ মিলিয়ন ডলারের প্যাকেজ উন্মোচন করা হয়েছে, যার মধ্যে আছে ৫ মিলিয়ন ডলারের মিড উইক ডাইনিং রিবেট স্কিম।

আজকে কমিউনিটি ফার্মেসিগুলিতে ফাইজার (Pfizer)-এর কোভিড ১৯ ভ্যাকসিন দেয়া শুরু হচ্ছে ৷

আজ থেকে নিউ সাউথ ওয়েলসে টিকা নেওয়া লোকেদের জন্য বিধিনিষেধ আরও শিথিল করা হবে, যেখানে বাড়িতে বা বাইরের জমায়েতে অনুমোদিত লোকের সংখ্যার কোন সীমা থাকছে না।

ভিক্টোরিয়ান সরকার স্কুলগুলির জন্য বিনামূল্যে, বাড়িতে দ্রুত অ্যান্টিজেন পরীক্ষা চালু করছে৷

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top