৫ই মে – ৭ই মে সিডনিতে রিহ্যাব আবাসন মেলা
প্রকাশিত:
৩০ এপ্রিল ২০১৮ ১২:৩২
আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ০৮:৪৩

৫ই মে – ৭ই মে সিডনির ক্যাম্পসীর অরিয়ন সেন্টারে রিহ্যাব আবাসন মেলা অনুষ্ঠিত হবে। ৫ই মে, দুপুর ১১টায় এই মেলার উদ্বোধন করা হবে।দেশের আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আবারো অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজন করতে যাচ্ছে তিনদিনের আবাসন মেলা। এতে আমিন মোহাম্মদ, রুপায়ন সিটি উত্তরা, ইউ এস বাংলা এসেস্টস,সূর্বনো ভূমি হাউসিং সহ বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানের ৩৫টি স্টল থাকছে। মেলা চলবে ৫ই মে শনিবার সকাল ১১টা থেকে রাত ৯টা এবং ৬ই মে রবিবার সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত, ৭ই মে সোমবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা।
মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশে কোনো টিকিট লাগবে না বরং আগত দর্শকদের জন্য বিশেষ র্যাফেল ড্রয়ের ব্যবস্থা থাকবে।আয়োজকদের প্রধান উদ্দেশ হচ্ছে অস্ট্রেলিয়া প্রবাসীদের, বাংলাদেশে স্বপ্নের আবাসন এর ব্যবস্থা করে দেওয়া। মেলা উপলক্ষে থাকবে ব্যাপক মূল্য ছাড় এবং সর্বোচ্চ ৮০% হাউস বিল্ডিং ফিন্যান্স লোনের ব্যবস্হা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: