সিডনিতে যুবলীগের শোক দিবস পালন


প্রকাশিত:
২০ আগস্ট ২০২০ ২৩:০৬

আপডেট:
২০ আগস্ট ২০২০ ২৩:৪০

 

প্রভাত ফেরী: অস্ট্রেলিয়ার সিডনিতে বাঙালিপাড়া বলে খ্যাত লাকেম্বার একটি রেস্টুরেন্টে জাতীয় শোক দিবস পালন করেছে অস্ট্রেলিয়া যুবলীগ। ১৫ আগস্টের ভয়াবহ কালো রাতে বিপদগামী কিছু সেনাদের গুলিতে নিহত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের নিহতদের স্মরণে এই শোক সভায় মিলিত হোন অস্ট্রেলিয়া যুবলীগের নেতৃবৃন্দ।

করোনাকালের বাধ্যবাধকতায় সীমিত আকারে আয়োজিত এই স্মরণ সভায় গভীর শ্রদ্ধা ভরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কালো রাতে নিহত শহীদদের স্মরণ করা হয় ও বাঙ্গালি জাতির মুক্তির মহামন্ত্রে নিমগ্ন ও সর্বোচ্চ ত্যাগী বাঙ্গালি জাতির সর্বশ্রেষ্ঠ পরিবারের প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

১৫ আগস্টে শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং এ সময় যুবলীগের প্রতিষ্ঠাতা যুবনেতা শেখ মনির বিভিন্ন দিক দিয়ে আলোচনা করেন বক্তারা। বঙ্গবন্ধুর উপর কবিতা আবৃত্তি করে শোনান আরিফুর রহমান।

বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া যুবলীগের সাধারণ সম্পাদক নোমান শামিম, অপু সারোয়ার, মহীউদ্দীন কাদের, আলী আশরাফ হিমেল, নাফিস মহীউদ্দীন, সাব্বির খান, ইমরান হোসেইন, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের বিশেষ অতিথি সহ-সভাপতি এমদাদ হক ও এড নির্মল্য তালুকদার প্রমুখ।

 


বিষয়: ১৫ আগষ্ট


আপনার মূল্যবান মতামত দিন:


Top