সিডনিতে বিনামূল্যে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশিত:
১৬ মে ২০২২ ২২:৪৬
আপডেট:
১৭ মার্চ ২০২৫ ০১:৪৭

নাইম আবদুল্লাহ: হজ্ব ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং মানুষের জীবনে একবারই ফরজ। হজ্বের কার্যক্রম নির্দিষ্ট সময়ে ও নির্ধারিত স্থানে পালন করতে হয়। কিন্তু হজ্বের নিয়ম-কানুন ও এর কার্যক্রম সম্পর্কে অনেকেই তেমন অবহিত নন। সঠিকভাবে হজ্ব করার জন্য হজ্ব কালীন সময় প্রত্যেকটি দিন ও সময় অত্যন্ত মূল্যবান। কারন আমাদের জীবনে এই সুবর্ণ সুযোগ দ্বিতীয় বার আর নাও আসতে পারে।
কোভিড ১৯ এর জন্য অনেককেই ফরয হজ্ব আদায় না করে মৃত্যুবরণ করতে হয়েছে। আবার অনেকেরই ৬৫ বছর বয়স হওয়ার কারণে এবার হজ্বে যেতে পারবেন না। এমতাবস্থায় এই বছর যারা হজ্ব পালনের আহ্বান পেয়েছেন তারা অতিব ভাগ্যবান।
মহান আল্লাহর নির্দেশ সঠিকভাবে পালন করে হজ্ব শেষে নিষ্পাপ শিশুর মতো ফিরে আসার লক্ষে যারা এইবার হজ্ব করার নিয়ত করেছেন তাদের মক্কা-মদিনার সর্বশেষ পরিস্থিতি সহ আনুসাঙ্গিক পরামর্শ ও প্রশিক্ষণ অতিব জরুরী।
সর্বশেষ গত ২৪ এপ্রিল ২০২২ তারিখে সিডনি নিবাসী মোহাম্মদ আবদুর রব মিয়া ওমরাহ পালন করে এসেছেন। এর আগে তিনি চারবার হজ্ব করেছেন। বিনা ফি’তে যে কোন দুইদিন তিনি হজ্ব প্রশিক্ষনে অংশগ্রহণের জন্য নিম্নোক্ত ফোন নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।
মোহাম্মদ আবদুর রব মিয়া। মোবাইল ০৪৯০৮১৮৬২৮। ভেন্যুঃ ৩৬ প্যাসিফিক প্লাম্প সার্কিট, হক্সটন পার্ক নিউ সাউথ ওয়েলস ২১৭১। তারিখঃ ১৪ ও ১৫ মে; ২১ ও ২২ মে; ৪ ও ৫ জুন; ১১ ও ১২ জুন; ১৮ ও ১৯ জুন। সময়ঃ সকাল ৯ টা থেকে দুপুর ১ টা।
বিষয়: নাইম আবদুল্লাহ
আপনার মূল্যবান মতামত দিন: