রেমিয়ানস অস্ট্রেলিয়া স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২২ : সালেহ আহমেদ জামী


প্রকাশিত:
১৬ আগস্ট ২০২২ ০৩:০৬

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ২০:১৭

 

১৩ অগাস্ট ২০২২ শনিবার অত্যন্ত আন্তরিক ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল রেমিয়ানস স্পোর্টস ফেস্টিভ্যালের দাবা পর্ব।

৪৫ জন মানুষ দিনভর উপভোগ করলো দাবাড়ুদের ঘুঁটি চালাচালি। দুজন চ্যাম্পিয়ন হলেও জিতলো সবাই। বিশেষ করে রেমিয়ানস পরিবার।

খুঁজে পাওয়া গেল অনেকগুলি সম্ভাবনাময় শিশু-কিশোর/কিশোরী যাদের সামনে অবারিত উন্নয়নের দুয়ার উন্মুক্ত।


বুদ্ধিদীপ্ততায় ওরা আমাদের ছাড়িয়ে এই দ্বীপ ভূখণ্ডে নিজেদের মেলে ধরবে নিশ্চিত। আমরা চেষ্টা করছি ভালো ও আনন্দময় বর্তমানকে এসব শিশুদের মনে গেঁথে দিতে।

আগামীর কোন অবসরে যেন এই সুখ-স্মৃতি ওদের আন্দোলিত করে। ওদের পাশাপাশি বড়দের অংশগ্রহনেও মুখরিত হলো ধানসিঁড়ি রেস্টুরেন্টের দোতালা।

৭ ঘন্টা ব্যাপী এই প্রতিযোগিতা দুটি শাখায় অনুষ্ঠিত হয়।

দর্শকসারিতে চলছিল উৎসাহ দেওয়ার পাশাপাশি হৈহুল্লোড়। উঠতি যুবকরা তঠস্থ ছিল বড় বড় ভাবীদের স্লেজিং এ। পুরো পরিবারটি মিলে মিশে একাকার হয়ে গিয়েছিল পরস্পরের সহযোগিতায়।

বড়দের চ্যাম্পিয়ন : ডাঃ সালাউদ্দিন শাহরিয়ার
বড়দের রানার্স আপ : শেখ আব্দুল কাদের শুভ

ছোটদের চ্যাম্পিয়ন : সাদাকাত আহমেদ জামী
ছোটদের রানার্স আপ : আরজিন হোসাইন দীপ্র

সকাল ১১: ৪৫ মিনিটে উৎসবের উদ্বোধন করেন ডাঃ হালিম চৌধুরী।



উপস্থিত থেকে উৎসাহিত করেন ভাইস প্রেসিডেন্ট সোলায়মান আশরাফী দেওয়ান দানি। শেখ শুভ'র ব্যবস্থাপনায় ও মাহবুবুর রহমানের ক্যামেরায় আমরা পেলাম স্মরণীয় একটি দিন।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top