বিএনপি অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন


প্রকাশিত:
২০ নভেম্বর ২০১৭ ০৯:২৪

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ০৮:৪৭

বিএনপি অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি অস্ট্রেলিয়ার উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এক  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১২  ই নভেম্বর ২০১৭ রোজ রবিবার সিডনির ল্যাকেম্বাস্থ বনফুল ফাংশন সেন্টারে অনুষ্ঠিত হয়।



বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মোঃমোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে এবংসাংগঠনিক মোঃনাসিম উদ্দিন আহম্মেদের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার  সাধারণ সম্পাদক এস এম নিগার এলাহী চৌধুরী ,সিনিয়র সহ সভাপতি হাবিব মোহাম্মদ জকি,সহ সভাপতি আবুল কালাম আজাদ,দপ্তর সম্পাদক আব্দুস সামাদ শিবলু,স্বেচ্ছাসেবকদলের সভাপতি এএনএম মাসুম যুবদলের সাধারন সম্পাদক খায়রুল কবির পিন্টু,বিএনপির ছাএ বিষয়ক সম্পাদক মোস্তাফা মোরশেদ নিথুন,বিএনপির সমাজ কল্যান সম্পাদক এস এম খালেদ,নিউসাউথওয়েলস বিএনপির সভাপতি ইন্জিনিয়ার কামরুল ইসলাম শামীম,সাধারণ সম্পাদক অনুপ আন্তনী গোমেজ,বিএনপির সহ সাধারণ সম্পাদক মোঃজসিম উদ্দিন,সহ যুব বিষয়ক সম্পাদক জেবল হক জাবেদ,সহ-সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান,আব্দুুল মজিদ,মোঃআমজাদ হোসেন খান,স্বেচ্ছাসেবকদলের সহসভাপতি মোঃজুম্মান হোসেন,মোঃহাবিবুর রহমান,মোঃনজরুল ইসলাম,ছাএনেতা মোঃসাইমুন বিন শামস,মোঃমামুনুর রশিদ,আব্দুল করিম।



সভাপতির বক্তব্যে মোঃমোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে বাংলাদেশের মানুষের কাছে যে নজির স্থাপন করেছেন তা এই অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মাধ্যমে মানুষের মত প্রকাশের স্বাধীনতাই শুধু খর্ব হয়নি, বাংলাদেশের জনসাধারণ যেন এখন মগের মুল্লুকে বাস করছে। বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ করে আওয়ামী লীগ আবার প্রমাণ করলো তারা গণতন্ত্রে বিশ্বাস করে না এবং একদলীয় বাকশাল কায়েম করে দেশে নিজেদের ক্ষমতাকে স্থায়ীভাবে পাকাপোক্ত করতে চায়।



এস এম নিগার এলাহী চৌধুরী বলেন,আরেকটি ৭ই নভেম্বরের মত আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে মানুষের ভাতএবং ভোটের অধিকার প্রতিষ্ঠায় এই অবৈধ সরকারকে ঝেটিয়ে বিদায় করতে হবে।



শেখ হাসিনার অধিনে নির্বাচন নয়। আমরা এখনো বলছি আলোচনায় আসুন। আর তা যদি না করেন কীভাবে আওয়ামী লীগকে হটাতে হয় বাংলাদেশের মানুষ জানে। গতকালকের সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের পুলিশের গণ গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা জানান তিনি।অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ জুম্মান হোসেন


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top