কবি মহাদেব সাহা নিজের ফেসবুক নিয়ে মুখ খুললেন


প্রকাশিত:
১৭ জুলাই ২০১৮ ০৯:৪৭

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০০:২৯

কবি মহাদেব সাহা নিজের ফেসবুক নিয়ে মুখ খুললেন

বাংলা সাহিত্যের অন্যতম কবি মহাদেব সাহা তার ফেসবুক আইডি নিয়ে সোস্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি দুঃখ প্রকাশ করে বলেন আমার ফেসবুক আইডিটি ২০১৫ সালে একজনকে ব্যবহার করতে দিয়েছিলাম। এখন শুনছি আমার নামে একাধিক ফেসবুক আইডি এখন সচল আছে। এমনকি কোন কোন আইডি থেকে বিভ্রান্তিও ছড়ানো হয়েছে। এটি দুঃখজনক।





তিনি তার পোস্টে লেখেন,

‍”প্রিয়ষুবৃন্দ,

আমি ফেসবুক নিয়মিত পরিচালনা করি না। আমার এক অনুরাগীকে ফেসবুক আইডিটি ব্যবহার করার জন্য অনুমতি দিয়েছিলাম। সে ২০১৫ সালের পর এই আইডিটি আর ব্যবহার করেনি। সম্প্রতি জানতে পারলাম আমার নামে কয়েকটি আইডি ফেসবুকে ব্যবহার করা হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক। সেই সব আইডি দ্বারা বিভ্রান্তও হওয়ার মতোও বার্তা প্রদান করা হয়ে থাকতে পারে যা আমার অজানা। কীভাবে সেইসব ফেক আইডি বন্ধ করা হয় তাও জানা নেই। গতকাল তিনটি ফেক আইডিতে রিপোর্ট করেছি, জানি না কী হয়।



আমার আইডি থেকে কোনো বিভ্রান্তিকর বার্তা প্রদান করা হলে সেগুলো ফেক আইডির কারসাজি ধরে নেবেন।

দেশবাসীর মঙ্গল কামনা করছি।”


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top