কুকুরের প্রতি ওদের ভালোবাসা
প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০১৯ ০১:৩৫
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৬:০৬

প্রভাত ফেরী ডেস্ক: কুকুরের প্রতি ভালোবাসা দেখিয়ে ফেসবুক জগতে ভাইরাল দুই শিশু। কোন এক আঘাতের কারনে একটি কুকুর ছানার শরীরের কিছু অংশ কেটে যায়। আর সেই কুকুর ছানাকে সুস্থ করার জন্য দুই পথ শিশু চেষ্টা করে চলেছে। যা ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত। যদিও অনেকে রাস্তায় কুকুর দেখলে ভয় পেয়ে থাকে। শিশু দু’টি কুকুর ছানাটিকে সুস্থ করতে যে ভালোবাসা দেখিয়েছে তা দেখে মুগ্ধ নেটদুনিয়া।
ছবিতে দেখা যায, একটি কুকুর ছানাকে হাঁটুর ওপর বসিয়ে ক্ষত স্থানে ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছে এক শিশু। পাশে আরেকটি শিশু মনোযোগ সহকারে দেখছে যে ঠিকমতো লাগানো হচ্ছে কিনা। তাদের এই ছবিটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ছবিটি কোন জায়গার বা কে তুলেছেন তা জানা যায়নি। তবে ফেসবুকে ছবিটির নিচে কমেন্ট বক্সে নিজেদের মতামত তুলে ধরেছেন অনেকে।
জাহিদ হাসান নামের একজন লিখেছেন, ওদের এই ভালোবাসার মূল্য কেউ টাকা দিয়ে কখনো পরিশোধ করতে পারবে না। ওদের হৃদয়টা নিশ্চয়ই আকাশের মত বিশাল বড় হবে।
সোহানুর রহমান নামে একজন লিখেছেন, একজন ক্ষুধার্তই বোঝে ক্ষুধার জ্বালা। অসুস্থ কুকুর ছানার প্রতি পথশিশুর ভালোবাসা সত্যি অসাধারণ। বেঁচে থাকুক ভালোবাসা।
নাজিম উদ্দিন নামের একজন লিখেছেন, এই দুই শিশুর মাঝে প্রকৃত ভালোবাসার প্রতিক দেখতে পাচ্ছি আমি। ওরা আগামীর বাংলাদেশ।
সাহেদ নামের একজন লিখেছেন, আজকে ওরা আঘাতপ্রাপ্ত কুকুরকে সুস্থ করে তুলছে। ভবিষ্যতে বাংলাদেশ এইরকম আঘাত পেলে বাংলাদেশকেও সুস্থ করে তুলবে ওরা। ভালো থেকে আগামীর বাংলাদেশের প্রতিকেরা।
সাদিক ফরহাদ নামে আরেকজন লিখেন, বিদেশী কুকুরের প্রতি আকর্ষণ থাকলেও রাস্তার পাশের অবলা কুকুরগুলোর প্রতিও আমাদের ভালোবাসা থাকা উচিত। এই পথশিশু দুটি আমাদের চোখ খুলে দিয়েছে।
ফারুক হোসেইন লিখেন, এই শিশুরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল মনুষ্যত্বের কাছে সব কিছুই হার মানে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: