ভাইয়া মারা যাওয়ার আগে বন্ধুদের কাছে মাফ চাইছিলো: ফাইয়াজ


প্রকাশিত:
১৭ নভেম্বর ২০১৯ ১১:৫২

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৭:১৩

ভাইয়া মারা যাওয়ার আগে বন্ধুদের কাছে মাফ চাইছিলো: ফাইয়াজ

প্রভাত ফেরী ডেস্ক: বুয়েট ছাত্র আবরার ফাহাদকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তার ছোট ভাই আবরার ফাইয়াজ। শনিবার সন্ধ্যা ৭টায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাসটি দেন তিনি ৷ সেখানে তিনি লিখেছেন, ভাইয়া মারা যাওয়ার আগে ভাইয়ার শেষ কথা যা তখন পাশে থাকা ব্যাচমেটদের বলেছিল তোদের সাথে কোনো ভুল করে থাকলে আমাকে মাফ করে দিস। আল্লাহ আমাকে মাফ করে দিও। বলে কালেমা পড়ে।



প্রভাত ফেরী পাঠকদের জন্য সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:-



ভাইয়া মারা যাওয়ার আগে ভাইয়ার শেষ কথা যা তখন পাশে থাকা ব্যাচমেটদের বলেছিল: "তোদের সাথে কোনো ভুল করে থাকলে আমাকে মাফ করে দিস। আল্লাহ আমাকে মাফ করে দিও।বলে কালেমা পড়ে।"



অথচ এই খুনিদের মধ্যে:



.মিজান: হলের অনেকেই তাকে অনেক খারাপ জানলেও তারা ভাইয়ের কাছ থেকে জানতে পারে মিজান নাকি অনেক ভালো। বাকি রুমমেট দের মতবাদ অনুযায়ী রুমে মিজানের সবচেয়ে বেশি সখ্যতা ছিল ভাইয়ার সাথে। কোথাও বাইরে খেতে গেলে নাকি ভাইয়াকে ছাড়া যেতই না।



.মোয়াজ: ভাইয়ার রোল ৯৮ তার ১০৬। ভাইয়ার সাথে তার ভালো বন্ধুত্ব থাকলেও সে সেখানে উপস্থিত ছিল।



.তোহা: ভাইয়ার ১০৭এর রুমমেট। যার সাথে দীর্ঘ সময় থাকায় ভালো সম্পর্ক ছিল।



.শামীম বিল্লাহ: একে টিউশন ঠিক করে দিয়েছিল ভাইয়া।



.খুনিদের মধ্যে ২জন কয়েকদিন আগেই সিলেটে গেছিল ভাইয়ার সাথে।



আসলে এদের তো সন্দেহ করার কোনো সুযোগ ছিল না যে এরাই এমন ষড়যন্ত্র করছে।।।



আগে একটা প্রবাদ পড়তাম: দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু (A friend in need is a friend indeed).



বাবা-মা ছোট থেকে বলত বন্ধু থাকা ভালো না যখন কিছু হবে না তখন এরা সবসময় সাথে থাকবে কিন্তু বিপদে পড়লে দেখবি কোনো বন্ধুকে খুজে পাবি না।।।। তখন অগ্রাহ্য করলেও এখন ঠিক বুঝেছি কথাগুলা আসলেই ঠিক ছিল।।।যতই ভাই বলে ডাকা হোক না কেন বিপদে রক্তের সম্পর্ক ছাড়া কেউ আসে না।।????



(মৃত্যুর পর বুয়েটের ভাইয়ারা যা করছে তার জন্য আমরা অবশ্যই কৃতজ্ঞ।)


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top