লুঙ্গি যাত্রা : অস্ট্রেলিয়া টু সিলেট
প্রকাশিত:
২৫ জুন ২০১৯ ১৭:৩২
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৬:০৬

ফুজেল আহমেদঃ আমাদের সেই ছোট্ট বেলাতেই স্কুলের জীবনে -ছাত্রাবাসে থাকার সময়েই আমরা বুঝতে পারি আমাদের মাঝে একটি করিৎকর্মা ছেলে আছে …
পৃথিবী কে চমকে দেওয়ার মতো ডাক্তার -ইঞ্জিনিয়ার সে হতে পারবে না সেটা বুঝে ও আমরা ঠিকই ভাবতাম ছেলেটি একদিন বিশ্বকে চমকানোর যোগ্যতা কিন্তু রাখে …
কিংবা বড় কেউ না হলেও বড় কিছু ঘটাবে …
কিন্তু
কি ভাবে চমকাবে সেইটা ই ছিলো মিলিয়ন ডলার কুয়েশ্চন. ..
তবে আমার খুবই কাছের একজন হওয়াতে তার অসংখ্য ভাবনার বহিঃপ্রকাশ সে করতো প্রতিনিয়তই …
ঐ যে মাথায় কতো প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব তার টাইপের ……
সিলেটে প্রবাস ফেরত প্রবাসীদের তাফালিং বিশেষ করে ইংল্যান্ড -আম্রিকানদের দৌরাত্ব দেখে আক্ষেপ করে কখনো বা তীর্যকভাবে বলতো শালার টাকা অইলে শেরাটন -সোনারগাঁ তেও লুংগী পরে ঢুকা কোন ব্যাপারই না …
সেই সময়ে এসব হোটেলে কার দিয়ে মানুষের আসা যাওয়া দেখে একদিন বলেছিলো চল শেরাটনে এখন সিএনজি দিয়ে ঢুকা যায় …
ইংল্যান্ড এম্বাসি তে তাহার বাবা নিয়ে প্রথম লুংগী মিশন করে যাওয়ার অভিজ্ঞতা থেকে বলেছিলো এম্বাসিতে লুংগী পরে যাওয়ার ইচ্ছে করের …
ভিএফএস এ তো সম্ভবত লুংগী পরে গিয়ে ও ছিলো …
তো বুঝাই যাচ্ছে লুংগী ব্যাপারটা তাহার মাথায় হঠাৎ চৌধুরী হওয়ার মতো নয় বরং ছোট্ট বেলা হতে লালিত একটি দেশজ চেতনা .…
যেটা বলা সহজ বাস্তবায়ন খুবই কঠিন …
কনফিডেন্ট লেভেল সেই রকমের হতে হবে …
বন্ধুটির এসব ক্রসিং কেইসে কিংবা রিস্কি কেইসে কনফিডেন্ট লেভেল কি পরিমাণ স্ট্রং সেটা আশেপাশের ট্যাগকৃত বন্ধুরা অবশ্যই জানেন …
আজ ভাইটি সূদূর অস্ট্রেলিয়া থেকে থাইল্যান্ড হয়ে বাংলাদেশের মাঠিতে যেভাবে লুংগী উড়াইলো থুক্কু লুংগী পরে অবতরণ করলো সেটা দেখে বাংলার লুংগীর দুই ঠিকাদার আবুল মকসুদ কিংবা ফরহাদ মাজহার অবশ্যই প্রশ্নের মুখোমুখি হয়ে গেলেন ইতিহাসের পাতায় .……
অনেকেই আবার মাওলানা ভাসানীকে টেনে আনবেন আজীবন লুংগী কে প্রধান্য দেওয়ার জন্য কিন্তু মাইন্ড ইট ভাসানী কিংবা মাজহাররা হয়তো ঢাকা টু কলকাতা পর্যন্ত উড়াইছেন কিন্তু অস্ট্রেলিয়া পর্যন্ত নয় নিশ্চিত……
সো বিশ্ব মঞ্চে লুংগী উড়ানোর জন্য আমাদের সেই করিৎকর্মা ছেলেটিই Abid-ur Rahman আজ ভাইরাল …
হ্যাঁ আজ সে আওয়ামী লীগ করলে প্রধানমন্ত্রী হয়তো বিশ্ব মঞ্চে দেশীয় সংস্কৃতি দেশজ পোশাক :
বঙ্গবন্ধু -ভাসানীর প্রিয় লুংগীকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অভিনন্দন জানাতেন .…
কিন্তু বিএনপি -জামায়াত কে গালাগালি করার পর ও সে আওয়ামী লীগ হতে না পারার জন্য আজ হয়তো স্বীকৃতি পাবে না কিন্তু বিশ্ব অবাক তাকিয়ে রয় লুংগী এই উর্ধ্ব যাত্রায় …
আর যেসব নারীরা আইমিন তৎকালীন লন্ডনী /ইউরোপিয়ান কন্যারা কিংবা যাহারা দেশে থেকে বিদেশী ভাব কিংবা নারী জাগরণের চেতনা যোদ্ধা তাদের একজন হয়ে বিমানবালা বন্ধুকে জিজ্ঞাসা করেছিলেন এইটা কি পোশাক –উত্তরে সে বলেছিলো আপনারটার নাম কি?
মিনি স্কার্ট উত্তর দিলে বন্ধু বলেছিলো আমারটা হলো বাংলাদেশে লুংগী বিদেশে লং স্কার্ট …
হইলো এইবার …
আসল কথা হলো চেতনা বলো আর সংস্কৃতি বলো বুকে হিম্মত রাখতে হয় .আমাদের এই বন্ধুটি শুধু হিম্মতই দেখাই নাই চেতনা কে লুংগীর ভিতরে ঢুকিয়ে আজ সে দেশ -দেশান্তরে ভাইরাল …
#পাদটীকা .(সংগ্রহ)
লুংগী একটি আরামদায়ক কিন্তু বিপজ্জনক
বাঙ্গালী বস্ত্র.এর ভেন্টিলেশন সিস্টেম
অত্যান্ত চমৎকার, সুন্দর বায়ুপ্রবাহ ভিতরের
পরিবেশ সবসময় ঠান্ডা রাখে.
তবে মাঝে মাঝে অতিরিক্ত বায়ু সব দৃশ্যমান
করে তুলতে পার.
এর বাধন বা গিট্টু শৈল্পিক ব্যাপার
শীতের রাতে লুঙ্গী অনেক উপকারী বস্ত্র,
যা দুর্বল গিট্টু জনিত
কারনে প্রায়শী মাফলারে পরিনিত হয়.
তবে প্রকাশ্য দিবালোকে দুর্বল গিট্টু জনিত
দূর্ঘটনা অত্যান্ত মানহানিকর এবং অপমানজনক.
লুঙ্গী পরার সময় সতর্ক থাকুন.
মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের
কান্না………
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: