ভারতের পর যুক্তরাষ্ট্রও দিলো টিকটক বন্ধের ঘোষণা
প্রকাশিত:
৩ আগস্ট ২০২০ ০২:০৮
আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০১:২২

প্রভাত ফেরী: শুক্রবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের যুক্তরাষ্ট্রেও চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধ হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। এর আগে গালওয়ান উপত্যকায় চীনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহতের জেরে টিকটকসহ ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত। টিকটক মানুষের ব্যক্তিগত যেসব তথ্য ব্যবহার করে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রে প্রতিদিন ৮ কোটির বেশি মানুষ টিকটক ব্যবহার করে। তাই বেইজিংভিত্তিক কোম্পানি বাইটড্যান্সের জন্য এটি একটি চরম ব্যবসায়িক আঘাত হতে যাচ্ছে।
কবে অ্যাপটি নিষিদ্ধ করা হবে, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘খুব শিগগির, অবিলম্বেই। যত দ্রুত সম্ভব।’ ট্রাম্প আরো জানান, ‘টিকটকের ব্যাপারে যা বলতে পারি তা হলো, আমরা যুক্তরাষ্ট্রে তাদের নিষিদ্ধ করতে যাচ্ছি। এ ক্ষেত্রে তিনি আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক শক্তি আইন বা নির্বাহী আদেশ ব্যবহার করতে পারেন। তবে এ ধরনের আদেশ কেমন হতে পারে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ট্রাম্প দাবি করেছেন, চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার মতো ক্ষমতা রয়েছে তাঁর। চীনের প্রভাব হ্রাস করতে এখন পর্যন্ত এটিই যুক্তরাষ্ট্রের সর্বশেষ পদক্ষেপ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: