ভারতে করোনা সংক্রমণঃ ২৪ ঘন্টায় চার চিকিৎসকের মৃত্যু


প্রকাশিত:
১১ আগস্ট ২০২০ ২২:১৬

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০১:৫২

ফাইল ছবি

 

প্রভাতফেরীঃ দ্রুত গতিতে ভারতে বাড়ছে করোনা সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৬২ হাজার ৬৪ জন করোনা রোগী সনাক্ত করেছে ভারত। সোমবার পশ্চিমবঙ্গে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে।  সংক্রমণের নিরিখে ভারত এখন বিশ্বের তৃতীয় দেশ।  আমেরিকায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৫৩ হাজার ৮৯৩ জন। ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় সংক্রামিত ৪৯ হাজার ৯৭০ জন। আমেরিকা ও ব্রাজিলের পরেই ভারতের অবস্থান। 

সোমবার এক দিনেই ভারতে চার জন চিকিৎসকের করোনায় মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ এখন পর্যন্ত শুধু কলকাতায়ই অন্তত ২০ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৷ করোনা আক্রান্ত হয়ে সোমবার মৃত চিকিৎসকরা হলেন কলকাতার কোঠারি মেডিক্যাল সেন্টারের চিকিৎসক তপন সিং, শ্যামনগর অঞ্চলের চিকিৎসক প্রদীপ ভট্টাচার্য (৫৬) এবং চক্ষুরোগের চিকিৎসক বিশ্বজিৎ মণ্ডল (৬২)। 

করোনা সংক্রমণের সঙ্গেই পাল্লা দিয়ে সুস্থতার হারও বাড়ছে ভারতে। সোমবারের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ভারতে সুস্থতার হার ৭০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৪ হাজার ৮৫৯ জন। 

করোনা মোকাবিলায় এই নিয়ে সপ্তম বার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাজ্যগুলোর প্রশংসা করে বলেন, ‘‘এই মুহূর্তে যত সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত, তাঁদের ৮০ শতাংশই ১০টি রাজ্যে রয়েছেন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই ১০ রাজ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে দেশে করোনা রোগীর সংখ্যা ৬ লক্ষের বেশি। তার মধ্যে অধিকাংশই এই ১০ রাজ্যের মানুষ। তাই এই ১০ রাজ্যে যদি করোনাকে হারানো যায়, তাহলেই করোনার বিরুদ্ধে লড়াই সফল হবে গোটা দেশের।’’ 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top