হ্যারিকেন লরার আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ও টেক্সাস


প্রকাশিত:
২৯ আগস্ট ২০২০ ২৩:১৭

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০১:২৮

 

প্রভাত ফেরী: শক্তিশালী হ্যারিকেন লরা'র আঘাতে ধ্বংসলীলায় পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ও টেক্সাস উপকূল। সর্বত্রই হ্যারিকেন লরা’র ধ্বংসস্তূপের চিহ্ন। লুইজিয়ানা এবং টেক্সাসের উপকূলীয় অঞ্চলের প্রায় সব শহরই ভেঙ্গে পড়েছে এ হ্যারিকেনের তাণ্ডবে। পানিবন্দী হয়েছে পড়েছেন লাখো মানুষ।

এদিকে হ্যারিকেনের তাণ্ডবে লুইজিয়ানায় ১০ এবং টেক্সাসে এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুই অঙ্গরাজ্যে ৮ হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, জানিয়েছে রেড ক্রস। ধ্বংস্তূপ অপসারণে ন্যাশনাল গার্ডের দেড় হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

বহু বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়ায়, এখনো বিদ্যুতহীন রয়েছেন কয়েক লাখ বাসিন্দা। এটিকে ভয়াবহ দুর্যোগ আখ্যা দিয়েছেন লুইজিয়ানা ও টেক্সাসের গভর্নররা। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কিছু সময় লাগবে বলে জানিয়েছেন। তবে বিভিন্ন জায়গায় ত্রাণ সরবরাহ করা হচ্ছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানা ঝড়টি চলতি বছর যুক্তরাষ্ট্রে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়। শক্তিশালী এই ঝড়ের আঘাতে লেক চার্লস এলাকায় বহু বাড়ি-ঘরের ছাদ উড়ে গেছে, কাঁচের দরজা জানালা ভেঙে পড়েছে।

ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ মাইল বা ২৪০ কিলোমিটার। এতে ব্যাপক-ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের আঘাতে লুইজিয়ানা ও টেক্সাসের অন্তত ২ লাখ ৮৫ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ঘূর্ণিঝড়ের কারণে হওয়া ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে জরুরি ভিত্তিতে ফেডারেল সরকারকে সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ডস।

শনিবার লুইজিয়ানা এবং টেক্সাস পরিদর্শন করার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গে সাক্ষাত করবেন প্রেসিডেন্ট ট্রাম্প।

রেড ক্রস জানিয়েছে, ওই দুই অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড়ের আঘাতে প্রায় ৮ হাজার বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। লোকজনকে উদ্ধার ও সহযোগিতা করতে ন্যাশনাল গার্ডের প্রায় ১৫শ সদস্য মোতায়েন করা হয়েছে।

লরা এখন কিছুটা শক্তি হারিয়েছে। তবে বিভিন্ন রাজ্যে এই ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত চলছেই। এদিকে, হাইতিতে ঘূর্ণিঝড় মার্কো এবং লরার আঘাতে এখন পর্যন্ত কমপক্ষে ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top