মমতার মন্ত্রিপরিষদ থেকে শুভেন্দুর ইস্তফা, বিপাকে তৃণমূল
প্রকাশিত:
২৮ নভেম্বর ২০২০ ২৩:১৩
আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৮:১৬

প্রভাত ফেরী: পশ্চিবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ের ঘনিষ্ঠ নেতা শুভেন্দু অধিকারী রাজ্যের পরিবহন ও সেচ মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী মন্ত্রী ছিলেন শুভেন্দু। বেশ কিছুদিদন ধরেই তার সঙ্গে দুরত্ব বাড়ছিল দলটির। মন্ত্রিত্ব পদ ছাড়ার পর এবার দেখার বিষয়, দলত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন কী না তিনি।
মমতার রাজনৈতিক উত্থান হয়েছিল ২০০৫ সালে বুদ্ধদেব বসুর বামফ্রন্ট সরকারের সিঙ্গুর-নন্দীগ্রামে ভূমি অধিগ্রহণ নীতির বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে। সে সময় শুভেন্দু উজ্জল ভূমিকা পালন করেন। এছাড়া তার বাবা শিশির অধিকারীও কংগ্রেসের বর্ষীয়ান রাজনীতিক এবং এক সময় কংগ্রেসের কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যও ছিলেন। রাজ্যের একটি বিরাট অংশে অধিকারী পরিবারের ব্যাপক প্রভাব রয়েছে। সে কারণে শুভেন্দু মন্ত্রিত্ব ছাড়ার পর যদি দলও ত্যাগ করেন তাহলে আগামী বছরের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসরে বড় ধরনের ক্ষতি হবে বলেই মনে করা হচ্ছে।
বাংলাদেশ আওয়ামী লীগ বলতে যেমন জননেত্রী শেখ হাসিনা, পশ্চিমবঙ্গের তৃণমূল মানে মমতা ব্যানার্জি। তৃণমূলের নেতা-নেত্রীরা স্বীকার করেন দলে একটাই পোস্ট, বাকি সবাই ল্যাম্পপোস্ট। কিন্তু সেই আবহেও তৃণমূলে মমতা ছাড়া যদি অন্য কোনো জননেতা থাকেন তিনি শুভেন্দু।
শুভেন্দুর সাথে বেশ কয়েক মাস ধরে তৃণমূলের সম্পর্ক দুর্বল হচ্ছিল। কারণ তাঁর অনুগামীদের মতে দলে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছিল না তাঁকে। অন্যদিকে, মমতার দাদার ছেলে অভিষেকের গুরুত্ব পার্টিতে উর্দ্ধমুখী ছিল এবং একইসাথে মমতা নিয়ে আসেন ভোট কুশলী প্রশান্ত কিশোরকে। দলে এই দুজনের গুরুত্ব কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না শুভেন্দু। তাই দলে গুঞ্জন ছিল, শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবার জন্য প্রস্তুত।
যদিও শুভেন্দু আজ দল ছাড়েননি, তবুও মন্ত্রিসভা থেকে তাঁর পদত্যাগে একটা বিষয় স্পষ্ট, আর সেটা হলো তৃণমূলের সাথে সম্পর্ক বিচ্ছেদ কেবল সময়ের অপেক্ষা। আর শুভেন্দু যদি তারপর গেরুয়া শিবিরে গিয়ে যোগ দেন তাহলে মমতার সমুহ বিপদ।
এদিকে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শুভেন্দুকে স্বাগত জানিয়েই রেখেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শুভেন্দু যদি সত্যিকার অর্থে বিজেপিতে যোগ দেয় তাহলে ক্ষমতাসীন দল বেশ বিপাকে পড়বে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: