সিনেটের অভিশংসন বিচারে রেহাই পেলেন ট্রাম্প


প্রকাশিত:
১৪ ফেব্রুয়ারি ২০২১ ১৮:০০

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ১০:৫১

ফাইল ছবি

 

প্রভাত ফেরী: ১৩ ফেব্রুয়ারি শনিবার সিনেটের অভিশংসন বিচারে ৫৭-৪৩ ভোটে দায়মুক্তি পেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর সংবাদমাধ্যম সিএনএন ও বিবিসি’র।

কোনো প্রেসিডেন্টকে অভিশংসন বিচারে দোষী সাব্যস্ত করতে দুই-তৃতীয়াংশ অর্থাৎ মোট একশ সিনেটরের মধ্যে ৬৭ জনের ভোট দরকার পড়ে। কিন্তু, গতকালের ভোটে ৫০ জন ডেমোক্রেটিক দলীয় সিনেটর এবং ট্রাম্পের দল রিপাবলিকান থেকে সাতজন সিনেটর ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহে উসকানির অভিযোগে অভিশংসনের পক্ষে রায় দেন।

গত ০৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের তাণ্ডব-হামলার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহে উসকানির অভিযোগ আনা হয়। এই অভিযোগে নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাস হয়। পরে তা সিনেটের চূড়ান্ত বিচার পর্যন্ত নেন ডেমোক্র্যাটরা।

এটা ট্রাম্পের বিরুদ্ধে দ্বিতীয় অভিশংসন। এর আগেরবারও হাউসে অভিশংসন পাস হয় এবং সিনেটে গিয়ে তা আটকে যায়। অভিশংসনের লক্ষ্য থাকে ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরানো। কিন্তু প্রথমবারের মতো কোনো সাবেক প্রেসিডেন্ট অভিশংসন বিচারের মুখোমুখি হলেন। সিনেটে দোষী সাব্যস্ত হলে হয়তো আর কখনো প্রেসিডেন্ট পদে লড়তে পারতেন না ট্রাম্প।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top