পরপর ৪ দিন কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের নিচে!


প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০২১ ২১:৫৫

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৬:৩৮

 

প্রভাত ফেরী: এদিন কলকাতার ন্যূনতম তাপমাত্রা খুব সামান্য কমলেও, ২৪ ঘন্টা পর থেকে তা বাড়তে থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। বড়দিনে কলকাতা কিংবা জেলা কোথাও জাঁকিয়ে ঠান্ডার পরিস্থিতি থাকবে না। আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকবে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের আবহাওয়া এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৫ ডিসেম্বর শনিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, তারপরে দিন তিনেকে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন সকালে কলকাতার ন্যূনতম তাপমাত্রা খুব সামান্যই বেড়েছে। বুধবার ন্যূনতম তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে তা বেড়ে হয়েছে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

বড়দিনে বাড়বে তাপমাত্রা আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে। রাতের তাপমাত্রারও উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না। শুক্রবার থেকে রাতের তাপমাত্রা বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যে ঠান্ডা এখন পাওয়া যাচ্ছে, তা বড়দিনের সময় পাওয়া যাবে না। এই তাপমাত্রা বৃদ্ধি বেশ কিছুদিন বজায় থাকবে। ফলে জাঁকিয়ে ঠান্ডার বিষয়টিও থাকছে না। জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি হলেও, তা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। তবে কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা স্বাভাবিকের ওপরে উঠে যাবে।




আপনার মূল্যবান মতামত দিন:


Top