জুমাতুল বিদায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল
প্রকাশিত:
৩০ এপ্রিল ২০২২ ০১:৫২
আপডেট:
১৭ মার্চ ২০২৫ ১৫:৫৬

পবিত্র জুমাতুল বিদায় রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। শুক্রবার রমজানের শেষ জুমায় রাজধানীর বিভিন্ন স্থান থেকেই মুসল্লিরা জড়ো হন এই মসজিদে।
জুমার নামাজের পর বায়তুল মোকাররমে বিশেষ মোনাজাত করা হয়। আখিরাতে মুক্তির পাশাপাশি দেশ ও মুসলিম জাতির শান্তি কামনা, আল আকসা মসজিদ এবং ফিলিস্তিনিদের ওপর নির্যাতন বন্ধে দোয়া করা হয় মহান আল্লাহর কাছে।
এর আগে বেলা ১১টা থেকে মুসল্লিরা বায়তুল মোকাররমে আসা শুরু করেন। দুপুর ১২টার আগেই পূর্ণ হয়ে যায় মসজিদের ভেতরের মূল অংশ। আজানের পর মসজিদের ওপর-নিচ মুসল্লিতে ভরে যায়।
নামাজের সময় মসজিদ ছিল কানায় কানায় পূর্ণ। পাশে খোলা জায়গা ও মার্কেটের ভেতরে কাতার করে নামাজ আদায় করেন অনেকে।
অভিভাবকদের সঙ্গে জুমা পড়তে আসে শিশু-কিশোররা। পাশাপাশি নারীরাও আসেন রমজানের শেষ জুমায়।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: