শোকসভা : জোবায়ের মিলন
প্রকাশিত:
৬ মে ২০২০ ২১:০৪
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩১

উজ্জ্বল আলোর থামগুলো
ফিরছে ক্রমাগত- পেছনে,
ম্লান হতে থাকা শালুক-কুসুম
লাগাতার ঝরে পড়ছে পিচের রাস্তায়
একান্ত গলি পথে।
নিশ্চুপ পথচারী প্রশান্তির বাঁশি ফুঁকে
মখমল ডানায় চড়ে চলছে বাড়ির মুখে
বাড়িতে অনিন্দ্য সুখ. . . নৈ:শব্দ্য।
এলাচি ফুলের প্রেম ক্লেদাক্ত শরীরে মিশে
ফিরছে দৈব সাহসে,
ভাঁটফুল ফুটছে না কোনো বাগানেই-
সুগন্ধী ফুলের মৃত্যু-মিছিলে সামিল হয়ে আছে
কতিপয় শোকসভা।
জোবায়ের মিলন
সহকারী বার্তা প্রযোজক, বার্তা বিভাগ, এনটিভি
বিষয়: জোবায়ের মিলন
আপনার মূল্যবান মতামত দিন: