আছে মানচিত্র : খালেক বিন জয়েনউদদীন
প্রকাশিত:
১৩ মে ২০২০ ২১:৩৯
আপডেট:
১৩ মে ২০২০ ২২:২০

আমাদের দেশ আছে, আছে মানচিত্র
পথে ঘাটে আঁকা ছবি ওরা চির মিত্র।
মাঠ আছে, হাট আছে, আছে নদী ঘাগর।
টিলা আছে, বন আছে, আছে নীল সাগর।
আমাদের দেশ আছে, আছে বুলি বাংলা,
গাছ আছে, লতা আছে, আছে ঝাউ-জাংলা
ঘর আছে, বাড়ি আছে, আছে লাখো গ্রাম
স্নেহ আছে, মায়া আছে, আছে প্রীতি-ধাম ।
আমাদের রবি আছে, আছে নজরুল-
প্রান আছে, গান আছে, নেই তাতে ভুল।
আমাদের দেশ আছে, আছে স্বাধীনতা-
সুখে-দুখে মরি-বাঁচি নেই কোন ব্যথা।
খালেক বিন জয়েনউদদীন
শিশু সাহিত্যিক, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত
বিষয়: খালেক বিন জয়েনউদদীন
আপনার মূল্যবান মতামত দিন: