করোনা ও তুমি : আল মামুন মাহবুব আলম
প্রকাশিত:
২১ মে ২০২০ ২০:৩০
আপডেট:
২১ মে ২০২০ ২১:৫০

সব বিলীন হবে।
প্রত্যক্ষ ও পরোক্ষভাবে, সব।
করোনা ও তুমি, সাথে অন্যরা,
টিকতে পারলে টিকে থাক,
ভেঙ্গে যাওয়া, আর ভেঙ্গে ফেলা সবকিছু
আবার মেরামত করে---
করোনা এদেশ থেকে কখনো উচ্ছেদ হবে না,
এদেশে নদী দখলকারিরা উচ্ছেদ হলে,
আবার ফিরে আসে আরো শক্ত থাবা ধরে।
ভুমিদস্যুরা নদি ছিঁড়ে গিলে খায় অনায়াসে!
তোমার প্রেমার্ত চোখের কামনা অনলে
দগ্ধ পৃথিবীর অনাহুত রবে ভস্মহবার দশা,
সব পিপীলিকা হয়ে পাখা মেলে মৃত্যু নেশায়!
সবার কামনা দেবী আজ তুমি,তুমি যাবে কেন?
তুমি থাকবে, বেশ তো থাকো।
করোনাও থাকবে, সে থাকুক।
বিষয়: আল মামুন মাহবুব আলম
আপনার মূল্যবান মতামত দিন: