পরাজিত বসন্তের কাল শেষ হবে : সুরাইয়া চৌধুরী


প্রকাশিত:
২ জুন ২০২০ ২১:৪৮

আপডেট:
১১ নভেম্বর ২০২০ ২২:০৫

সুরাইয়া চৌধুরী

 

পরাজিত বসন্তের কাল শেষ হবে     
দুঃসময়ের ভয়ংকর বর্জ্য ও দুর্গন্ধ নিয়ে
চলে যাবে নিষিদ্ধ হন্তারক লোবানের ঘ্রাণ 
আবার আসবে ফিরে নতুন বসন্তের দিনকাল।     

তারপরও এ পৃথিবী থাকবে জেগে
অন্ধকার রাতে সতর্ক পাহারায়
মংগল সূত্র কিংবা রূপার মাদুলির
অঙ্গীকার সন্তপর্নে আগলে রেখে।

চৌর্য চাতুর্যের গুপ্তপথ ধরে
নিষিদ্ধ সীমানার বেড়া ডিঙিয়ে কখন যে
চলে আসে অজস্র শুঁয়োপোকার        
ভয়ংকর উচ্ছৃংখল নির্লজ্জ দল। 

তাইত এ পৃথিবীকে জেগে থাকতেই হবে  
সপ্তসূত্র সন্ধি ভংগ করে অকারণে     
যারাই আসতে চায় অযাচিত ভাবে 
তাদেরকে আসতে দেয়া যাবে নাত আর।  

       

সুরাইয়া চৌধুরী

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top