ইশকুলের শৈশব : খালেক বিন জয়েনউদদীন


প্রকাশিত:
২ জুন ২০২০ ২৩:০১

আপডেট:
৩ জুন ২০২০ ২০:৩৯

 

পরনে লুঙ্গি, জুতো নেই পায়েতে-
বগলেতে বই-খাতা হাঁটে একা গাঁয়েতে ।
কৃষকের পোলা সে বুকভরা দুঃখ
মা তার বোকাসোকা বাবা তার মুখ্য।
ইশকুলে যায় সে পড়াশোনা করবে
জীবনটা সংগ্রামে ভালোমতো গড়বে।
আছে তার প্রতিভা মেধা আর মননে
ছড়া লেখে যুতসই দিনরাত স্বপনে।
ইশকুলে ছিল তার কৈশোর শৈশব-
ষাটে এসে খুঁজে ফেরে, আজ তারা কই সব?

 

খালেক বিন জয়েনউদদীন
শিশু সাহিত্যিক, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top