বদলে যাওয়া রঙ : তাহামিনা কোরাইশী


প্রকাশিত:
২ জুন ২০২০ ২৩:১৭

আপডেট:
৩ জুন ২০২০ ২০:৪২

 

মেঘেরা বদলে দেয় আকাশের রঙ
চোখের শেঁউতি ধূসর পাল্কি হয়ে জলারণ্যে হারায়
আকাশ জ্বেলে দেয় নক্ষত্র পিদিম
মেঘলা মনের গহীনে বর্ণীল স্মৃতি তুমি
পদ্ম নাভ মদিরা নয়ন উন্মত্ত প্লাবন
হারাই হারাই বলে সত্যিই হারিয়ে ফেলেছি সেই দিন।

আশার জোনাক জ্বেলে দেয় বাতি
পথ চলি তার পায় পায়
কত দূর আর কত দূর বলো যাবো কত দূর
অভিমানের আবরণে ঢাকা থাকে প্রেম সে মরণব্যাধি
ভিখেরির মত দু’নয়নে করুণা ঢেলে চাইতে পারিনি বলে
জোটেনি মুষ্টির চাল
বদলে যায় অনুভূতির রঙ
ধূসর মেঘ রূপোরঙে নাইয়ে দেয় আজ এই চন্দ্রাবতী মন
অতঃপর হেসে ওঠে রঙধনু রোদেলা নীলাকাশ।



আপনার মূল্যবান মতামত দিন:


Top