অমেরুদন্ডি : আল মামুন মাহবুব আলম
প্রকাশিত:
৬ জুন ২০২০ ২২:৩০
আপডেট:
৭ জুন ২০২০ ০৬:৫৩

একটি আরএনএ লতিকার কাছে মেরুদন্ডি মানুষ অসহায়, নতমুখ।
পাথুরে দেয়ালে লিখেছে, এঁকেছে কত; আজকের মানুষ পড়।
পাথুরে ধারালো ও ভোঁতা,
কখনো সখনো খাঁজকাটা
অস্ত্রের আঘাতে সেয়ানে সেয়ানে লড়তে লড়তে মেরেছে, মরেছেও।
পাথর, তাম্র, রৌপ্য, স্বর্ণের যুগ পেরোতে পেরোতে সক্রেটিসের
হেমলকে নীলবধ সারা হয়ে গেলো,গ্যালিলিওকে বলতে হয়েছে,
'যাহা বলিয়ায়াছি,তাহা সত্য নয়!'
ওমর খৈয়ামের অবজারভেটরি
টাওয়ার, দূরবীক্ষণ যন্ত্র ভস্মীভূত করে উন্মাদ নৃত্য.. দেখেছে জগৎ।
আলেকজান্ডারের নাঙ্গা তলোয়ারের কোপে রাজা পুরী মৃত,
তার স্ত্রীসহ ভয়ার্ত নারীকুল অগ্নিগোলকে ঝাঁপ দিতে উদ্যত;
মোঙ্গল-চেঙ্গিস, এদের রক্তলোলুপ চোখ---
তলোয়ারে কর্তিত খোলাচোখ নরমুন্ডুর গড়াগড়ি,
রক্তাক্ত রাজপথ, ভস্মীভূত পাঠাগার, আহা স্বর্গরুপ বাগদাদ!
মধ্যযুগ পেরিয়ে জেমস ওয়াটের স্টিম ইঞ্জিন, শিল্প বিকাশের আঁচড়, রেনেসাঁ ক্ষত-বিক্ষত,
উড়ো-ডুবোজাহাজের অহমিকা টন টন বোমা, হলোকস্ট, রমরমা পুঁজি
মানুষের মরদেহ ও মস্তকপ্রতি, স্তুপীকৃত ঝলসানো মাংস,
আট ঘন্টা শ্রম, এঙ্গেলস-মার্কস, লেনিনের বলশেভিক বিপ্লব,
গ্লাসনস্ত-পেরোস্ত্রায়কার সাথে, মাওয়ের স্বপ্নচূর্ণ--- ম দেং জিয়াও পেং!
কালিকট,গোয়া, দমন, দিউ, কলিকাতা, দিল্লী করায়ত্তে এনে,
সাধু লোভী মুখে তেজারতির ছলনায় চোখ সিংহাসনাসীন!
ইবনে বতুতা, সান ইয়াৎ সেন---
থিওরি অব রিলেটিভিটি আর
অরিজিন অব স্পেসিস, বাহাদুর বটে দু’পেয়ে মেরুদন্ডি মস্তিষ্ক!
পঙ্গপালও অমেরুদন্ডি, মাইক্রো-ম্যাক্রো নভেল করোনা উনিশে অসহায়
সৃষ্টির সেরা জীবের পাথরে পাথরঘঁষা অগ্নিতে গড়া সভ্যতার কুমড়োপটাশ দশা।
ব্রহ্মতালু শুকিয়ে গেছে---হরপ্পা, মহেঞ্জদারো,
তক্ষ্মশীলা, মায়া সভ্যতার সোমরস-
নোনাজল গুলে খেয়েও হলো না হুঁশ, ছুটে যেতে মরিয়া--- চন্দ্র-মঙ্গল-বৃহস্পতি!
সামনে এসেছে বীভিষিকাময়,সন্ত্রাসী,অমেরুদন্ডিপাল,
আসছে, আসবে একে একে, অথবা যুগপৎ একই সময়ে!
বিষয়: আল মামুন মাহবুব আলম
আপনার মূল্যবান মতামত দিন: