জোৎস্না পথের বাঁকে : আল নোমান শামীম
প্রকাশিত:
৭ জুন ২০২০ ২০:০০
আপডেট:
৭ জুন ২০২০ ২০:০৩

সাগর চলুক অজানার পথে পথে,
আমার চাওয়ার সাথে
তার ফেরার কোনো সম্পর্ক নেই,
আমারতো শেকড়ে যাওয়ার ইচ্ছে,
এই ধুলোর পথে নুড়ি কুড়াবার ইচ্ছে,
বাঁশপাতার এই সোঁদা গন্ধে
একবুক নিঃশ্বাস নেবার ইচ্ছে,
এই ভুমিতে হাঁটু গেড়ে তোমাকে
একটুখানি ছুঁয়ে দেয়ার ইচ্ছে;
এই পথে ফিরি, না ফিরি,
তুমিতো জানো, আমার
না জানা থেকেও অনেক বেশী কিছু,
শামুকের পা ছুঁয়ে যে জল জোৎস্নায় আসে,
তাকে বলে দিও, এই পথে
আমার আর সাগরে ফেরা হবে না,
এই পথে কবিরা কখনো ফেরে না,
না ফেরে প্রেমিকের অন্ধ বেশ ধরে থাকা
প্রেমের দীর্ঘ ছায়ারা।
বিষয়: আল নোমান শামীম
আপনার মূল্যবান মতামত দিন: