অলস বৃষ্টি দিন : কান্তি ভূষন তরফদার
প্রকাশিত:
১ জুলাই ২০২০ ২৩:১১
আপডেট:
৫ নভেম্বর ২০২৫ ১২:৪৫
আরেকটা ঘুম, বৃষ্টিমুখর দিনে।
মেঘগুলো যেন আকাশ নিয়েছে কিনে।
কবিতার বই খোলা পড়ে থাক আজ,
আকাশে চলুক মেঘের কুচকাওয়াজ।
আজ অবসর - বিদায় সকল কাজকে।
আলসেমি করে কাটবে দিনটা আজকে।
কফির পেয়ালা, ধোঁয়ার উদগীরণ;
চুমুকে চুমুকে শান্তির শিহরণ।
কার্নিশে জল, অবিরল, বিক্ষিপ্ত।
কিছু জল থাক আকাশেই উদ্বৃত্ত!
মৌন-মুখর সজল আবহাওয়া।
আজকে নিষেধ ঘরের বাইরে যাওয়া।
কান্তি ভূষন তরফদার
বিষয়: কান্তি ভূষন তরফদার

আপনার মূল্যবান মতামত দিন: