মুহূর্তঃ চতুর্থ ভাগ : হাবীবুল্লাহ সিরাজী
প্রকাশিত:
১৪ জুলাই ২০২০ ২০:৫৯
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩১

১
খুব বেশি মধু মাখা
বড়ো খুশি কালো
অন্ধের সাহসমতো
সূর্যভরা আলো
২
বৈকাল যেমন আঁকো
তা নয় অজর
দুঃখের সায়রে ভাসা
পদ্ম গুনধর
৩
মেঘেদের ঝুল লেগে
ডর পায় চিল
বৃষ্টি ফেলে বজ্র ধরে
চোখের অমিল
৪
হল্লাবাড়ির দেয়াল
আর খোয়াভাংগা ছাদ
যতো আর্তনাদ
পোড়া ঘাস এবং মরা ডাল
অধিক বিবাদ
৫
পশ্চাতে বিয়োগ-ভাগ
বিরহের অস্তরাগ
সম্মুখের যোগ-গুন
ঘষামাজা হারপুন।
হাবীবুল্লাহ সিরাজী
কবি ও লেখক, একুশে পদক প্রাপ্ত
মহাপরিচালক, বাংলা একাডেমি
বিষয়: হাবীবুল্লাহ সিরাজী
আপনার মূল্যবান মতামত দিন: