নৈঃশব্দ্যের আঙুল : তরুণ কুমার দাস 


প্রকাশিত:
১৮ জুলাই ২০২০ ২১:২৮

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩১

 

রোজদিন এই ঘরে বসি, 
রোজ সন্ধ্যায়;
সামনে কবরখানায় নির্মিত 
স্মৃতির ফলক 
বিনম্র মৌনতায় মাথা তুলে রাখে।

বিষণ্ণ জোছনায়  
কে তুমি পথিক বারবার 
এখানেই আসো; 
নবীন শেফালির ঝরেপড়া 
ফুল বিছানায়  
রেখে যাও অনাদিকালের সংকেত।  

কেউ তো খুব কাছে নেই; 
ছোটো নদী সরে যেতে যেতে 
সরে যেতে যেতে  
বৃক্ষহীন বালুচর দীর্ঘশ্বাস ফেলে; 

এঘর ওঘর করে 
শেষমেশ এঘরেই বসি;
ধূপপোড়া আগুনে-ধোঁয়ায় 
খোলা দরজায় একঝাঁক 
পাগল বাতাস, --- 
চুলহীন করোটিতে 
বুলিয়ে দেয় নৈঃশব্দ্যের 
প্রলম্ব আঙুল।       

 

তরুণ কুমার দাস
বারাসাত, কলকাতা ১২৫ 



আপনার মূল্যবান মতামত দিন:


Top