একটি কার্ভ : আল মামুন মাহবুব আলম


প্রকাশিত:
১৮ জুলাই ২০২০ ২৩:২৯

আপডেট:
১ অক্টোবর ২০২০ ২১:০৫

 

যদি পাওয়া যায়
কোন এক সীমান্তে দূরে সীমানায়
কার্ভটা প্ল্যাটু থেকে
ক্রমশঃ নেমে যেতে ভূমিটা স্পর্শ করে হঠাৎ বেঁকে!

অবশ্য তা হবার নয়,
নই কেউকেটা,অথবা জাতিস্মরও নয়;
দোার্দন্ড প্রতাপশালী,যদি হওয়া যেত জগৎ শেঠ,
মস্তক মুন্ডিত করে কাছে এসে দিয়ে যেত নজরানা ভেট!

আমি সমস্ত বাঁধ
খুলে দিয়ে এসে জিরোতাম দেখতাম,কাঁধে কাঁধ
দিয়ে মানুষের বাঁচার আশার দীর্ঘশ্বাস দেখার জন্য আসিনি,
ক্যামেরার ক্লিকবাজি করতে আসুক সুপুরুষ কিংবা সুহাসিনী---

পায়রাগুলো সব
ছেড়ে দিতাম শূণ্যে, নীলাকাশে সমবেত বাকুম কলরব,
কিছুদূর পাখার পত পত ধ্বণি
শুনে কুড়িয়ে না হয় খানিক পেতাম বাঁচার আশার গান জাগরনী!

না কোন নিয়মে,বেড়া
তুলে দিয়ে অধীশ্বরের মতন বলে উঠতাম এখন স্বপ্নছেঁড়া
সময় এসেছে,কার্ভটা নেমেছে,ছুঁয়েছে ভূঁই,
এসো হাত ধরো,স্ফূর্তিতে মাতো,মূর্তিবৎ রূপ ছুঁড়ে
আরাধ্য ফুলশয্যা,পেয়েছি---শুই!

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top