হারালে কি? : রওনক খান
প্রকাশিত:
২৮ জুলাই ২০২০ ২২:৫৮
আপডেট:
৯ আগস্ট ২০২০ ২১:৫৬

আহা নদী তুমি যদি পুনর্বার
ফিরে পাও নবীন আকার,
সুর তুলে রিনিরিনি ও তটিনী
বইবে কি নিরবধি আর?
তবে তুমি নিও নাকো
পারানির কড়িটিরে যেও ভুলে।
আহা নদী, তুমি যদি
শিকল ছিঁড়ে, উল্লাসে নেচে যাও
ভুলে যাও, যে তোমারে বাঁধিবার
নিত্যই বিছালো কেবল তার
মলিন আঁচলখানি।
মনে রেখ শুধু তারে --
"জলকে চল" সেই বধূটিরে,
যে শুধু তোমারই প্রতিক্ষায়
তীরে বসে অবিরাম গুণে যায়
সমুদয় উচ্ছল উর্মিমালা।
আহা নদী, তুমি যদি
বুকে আঁক সময়কে,
সুখে থাক শ্যামলাভ তৃণমূলে,
তোমারই ফেলে আসা
কোন এক
বিবর্ণ, বিশীর্ন রেখাটিরে ঘিরে।।
বিষয়: রওনক খান
আপনার মূল্যবান মতামত দিন: