দ্য চিয়ার্স! : আল মামুন মাহবুব আলম


প্রকাশিত:
৩০ জুলাই ২০২০ ২২:০৬

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩৪

আল মামুন মাহবুব আলম

 

একদিন শোনা যাবে,
আলাদা পানি আর খেতে হবে না,
পানীয় হলেই মোর দ্যান এনাফ,
সপ্তাহান্তে সপরিবার রিসোর্টে
চলে যাবো সবাই!

কলসী কাঁখে নারী আর ফিরবে না
ভেজা আঁচল বুকে লেপ্টে নিয়ে,
তার পয়োধরে উঠবে না হিল্লোল,
কবিরা সবাই মত্ত রাজকবি হবে
হবার বিভোল স্বপ্নে স্বপ্ন নাই

সব গাছ কাটা হবে,ন্যাঁড়া শহর
দেখতে পাক্ষিক বিমানবিহারের
লোভনীয় অফারের জিব ঝিকিমিকি
লকলক করে নেচে উঠবে,
নদীর জঠরের বালু উত্তোলনে উন্মত্ত পশু!

পয়ঃনিষ্কাশনের জল চলে যাবে,
লবনাক্ত জলের পাইপ লাইনে মিশে
ভরতনাট্যমে তবলার চাটিতে উদগীরণের
আশায় শৈল্পিক সমাধান হবে--
জল শোধণাগারের নিটোল কোলে

কচুরিপানায় ভরা ক্ষীণ রেখার জলে,
কর্দমাক্ত শরীরে বছরে দু' তিনটা দিনে
উৎসবীয় আমেজে মৎস্য শিকারের উন্মাদনা,
একটি সোমত্ত যুবক হঠাৎ সোল্লাশে নেচে উঠবে
একটি প্রায় কেজি বোয়াল তার হাতে!

একদিন শোনা যাবে,
আলাদা পানির প্রয়োজন নাই,
পানীয় আকাশ.পাতাল আর স্থলের
নৈসর্গিক সবুজাভ টিপ,রিসোর্ট!
সবার হাতে হাতে পানীয়,
গ্লাশে গ্লাশে ঠোকাঠুকি!
চিয়ার্স!
চিয়ার্স!
দ্য চিয়ার্স!

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top