এখানেই দাঁড়িয়ে রবো : রুকসানা হক
প্রকাশিত:
৮ আগস্ট ২০২০ ২১:১৫
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩১
আমি ফিরে এসেছি নিজের উঠোনে
এখানেই দাঁড়িয়ে রবো
এ উঠোন আমার ঘাসবোনা সূর্যের চোখ
এখানেই রোপন করেছি আমার যৌবনের গ্রন্থি গুলো।
আমি ফিরে এসেছি আমার নৈসর্গিক দুয়ারে
অনন্তের কাঁচে মোমের নকশা বুনেছি
উটের কুঁজের মতো মেঘাচ্ছন্ন বলয় ভেঙে
ফিরে এসেছি আমি,
এখানেই দাঁড়িয়ে রবো।
অন্ধকার সিঁড়িতে যে জীবনের ভয়
অনিদ্র আকাশের যে দীর্ঘ বিষন্নতা
আমি তা অতিক্রম করে
নির্বিঘ্নেই ফিরে এসেছি নিজের উঠোনে।
বেতফল অরণ্যে, জারুলের ফুলে
সোনালুর হলুদ মায়ায়
আমার ঠিকানা গাঁথা ছিল,
এক নদীর ভাঙনে ছিল আমার দু'চোখের ক্লান্তি
আমি তাকে বুকে করেই ফিরে এসেছি নিজের নিঃশ্বাসে
এখানেই দাঁড়িয়ে রবো।
আমার ফিরে আসা
সহস্র বছর আগের বিলুপ্ত সভ্যতাকে বাঁচিয়ে এনেছে
প্রত্নতাত্ত্বিক জীবন নিয়ে আমি তাই
আজন্ম এখানেই দাঁড়িয়ে রবো ।।
বিষয়: রুকসানা হক
আপনার মূল্যবান মতামত দিন: