ক্রয়কৃত যুদ্ধ : জুবায়ের দুখু


প্রকাশিত:
৮ আগস্ট ২০২০ ২৩:০৬

আপডেট:
১২ আগস্ট ২০২০ ২১:৫৮

 

ক্রয়কৃত যুদ্ধ

নিজের ভেতর নিজেই
খুন হই—
বারবার..।

দেহের ভেতর ক্রয়কৃত যুদ্ধ
মাংসপিণ্ড— হাড়-হাড্ডি
নির্মম হত্যাকাণ্ডে নিমজ্জিত।

আলুথালু নরম শরীর
ক্রুশবিদ্ধ চুমু— 
তোমার ঠোঁট থেকে আসে
মৃত্যুর নৃশংস গন্ধ।


অপেক্ষা শেষে

বৃষ্টি আসলে আমার আমি জেগে উঠি
প্রেমান্থর ঘর দরজা খুলে দেয়—
..........তোমার ফিরাবার অপেক্ষায়।

তুমি আসো না
বৃষ্টি আসে— রিমিঝিম বৃষ্টি

ঘর উঠোন ভিজে যায় চোখের সামনে
আমি ভেসে যাই— গোরস্তানে
তোমার কবরের পাশে  স্রোতে স্রোতে।

বাবা

দুইটা রাস্তা— বাড়ি ও গোরস্তান

বাড়িতে আমরা থাকি..
গোরস্তানে থাকে বাবা।
কি অদ্ভুত একটা ঘোর মাথায় চক্কর খায়
— কাউকে কবার পারিনা

বাবা আপনি থাকলে কইতাম
বিষাদে ভরা আমার নিত্যদিনের উপন্যাস।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top