একটা রবি সন্ধ্যার : কুমারেশ সরদার 


প্রকাশিত:
১০ আগস্ট ২০২০ ২৩:০৩

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩৪


একটু ছোঁয়ার অভাবে 
আজ 
টেবিলের একরাশ বইয়ের ভাঁজে 
চাপরাশ ধুলো।
সাদা কভারে মোড়া ক্ষণিকা 
হলদেটে লিপি মাত্র। 
আমার জীবনে অস্পষ্টতা ছোঁয়া বিকেল, 
ফেলে আসা জাম আর জামরুলের গন্ধ
দোয়েলের শিসে 
বৌ কথা কও গান। 
তোমার ভাঁজ দেওয়া অনন্ত প্রেম
হরিপদ কেরানীর জীবন, 
ক্যামেলিয়ার সাথে গাঁটছড়া।

মনে পড়ে 
আনোয়ার, রমজান, আমি আর তুই 
একসাথে শুভ্রতার মালা লয়ে 
বাইশে শ্রাবণের পড়ন্ত বিকেলে 
ঝিলের পাশে বসে 
স্বপ্ন দেখা 
একটা রবি সন্ধ্যার। 

 

কুমারেশ সরদার
সোনার পুর, কলকাতা



আপনার মূল্যবান মতামত দিন:


Top