ফিরব সেই শহরে : ডা. রোকশানা শরীফা


প্রকাশিত:
২৭ আগস্ট ২০২০ ২৩:০০

আপডেট:
২৭ আগস্ট ২০২০ ২৩:০৫

 

জানিনা কতদিন এই হাসপাতালের বিছানায় পড়ে আছি
কে আসে কে যায়
কখন দিন হয়, কখন রাত
চেতনায় আসে না কিছুই।
ডাক্তার আসে কি আসে না,
ওষুধ দেয় বা না দেয়, কে আর দেখবে সেটা
এই অস্পৃশ্য রোগী দেখতে আসবেই বা কোনজন।
ডান হাতটা অবশ, বাধা আছে মনে হয় কিছুতে,
গলার ভেতর নল, বুক জুড়ে তারের বেষ্টনী।
হয়তো চলে যাচ্ছি, তেমন কোনো পিছুটান নেই,
ফিরেই বা যাব কোন দেশে, কোন শহরে -
যে দেশে জন্ম, মৃত্যু ও রোগের সনদ বিক্রি হয় কানাকড়ি দামে।
যে দেশে আমার মত মেয়েদের
সম্ভোগে রাজি না হলে জ্যান্ত পুড়িয়ে মারে।
যে দেশের শিরায় শিরায় দুর্নীতির বিষ,
স্নায়ুর কোষে কোষে অন্ধত্বের মন্ত্র,
এই মহামারী তাকে নতুন করে কি অসুখ দেবে।
ঘরে শুধু অথর্ব এক মা
কষ্ট হবে তার,
কর্মজীবী মেয়ে চলে গেলে কে নেবে তার ভরণপোষণ।
মৃত্যুর আগে মানুষ কি স্বপ্ন দেখে ?
কেমন ছায়াছবির মত পর্দা নেমে আসে চোখের উপর -
যদি আসি, হয়তো ফিরে আসবো এক সুস্থ শহরে
সেখানে মানুষ মিথ্যে বলতে ভুলে যাবে,
ভুলে যাবে দুর্নীতি,
নানাবিধ অসৎ উপায়,
মানুষ ঠকানোর সব চতুর কৌশল,
ভুলে যাবে সব ভাওতাবাজি আর ভন্ডামি।
একদিন ঢাকার রাস্তায়
থাকবেনা কোন ট্রাফিক জ্যাম,
ধুলোর আবরণ ছেড়ে বৃক্ষকুল
মেলে ধরবে সবুজ কচি পাতা।
একদিন পাড়ার সব বেকার যুবক
লেগে যাবে তৈরিতে উন্নয়ন শিল্প
প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা বাড়িয়ে দেবে হাত।
ভুলে যাবে ধর্ষণ নামের কুৎসিত অসুখ।
পুঁতিগন্ধময় কুসংস্কার নর্দমা ভরে যাবে জ্ঞানের পরিচ্ছন্ন জলে,
ধর্ম ব্যবসায়ীরা ব্যবসা ভুলে করবে জ্ঞানের সন্ধান।
একদিন সমস্ত আবর্জনার স্তুপ ধুয়ে মুছে
ঝলমল করে উঠবে শহর।
বন্যা, মড়ক, মহামারী
সব মোকাবেলা হবে
পরিকল্পিত দৃঢ় মনোভাবে।
- হয়তো ফিরবো সেই মৃত্যুঞ্জয়ী শহরে।

ডা. রোকশানা শরীফা
ফ্লোরিডা, ইউ এস এ



আপনার মূল্যবান মতামত দিন:


Top