অন্ধকার লিখতে পারিনি বলে : সূরজ দাশ
প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২০ ২৩:১৪
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩৪
অন্ধকার লিখতে পারিনি বলে
দরজার আড়াল থেকে উঁকি দিল বিস্ময়
এসো সময়, সুসময়
জড়িয়ে ধর দুটো হাত
পরবাসী বিহ্বলতা বুকের ভেতর
তোলে উথালপাতাল ঢেউ
কেন বেদনা, কি কথা আছে আর তোমার সাথে
জন্ম জন্ম দূরত্ব মুছে দিক সব ইশারা
ক্রমশ ঘোরালো হোক
অসংখ্য বজ্রবিদ্যুতের এই আকাশ
চোখের ভোরে ঝুলে থাকা ঘুম
আমাকে আড়াল দিক
অন্ধকার লিখতে পারিনি বলে
দরজার ওপার থেকে জোরদার
হাততালি দিচ্ছে শ্রাবণ আকাশ
সূরজ দাশ
ভারত
বিষয়: সূরজ দাশ
আপনার মূল্যবান মতামত দিন: