শরৎ এলো : শাহান আরা জাকির পারুল
প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২০ ২০:৫৬
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩৪
আহা রিমঝিম ঝিম বর্ষা ছেড়ে
শরৎ এলো হৃদয় কেড়ে,
হটাৎ আলোর নীলাকাশে,
ঝলমলিয়ে রোদ হাসে!
শিশির ধোয়া বুনোপথে
অরুন আলোর গুঞ্জরনে,
শরৎ আসে সবুজ মাঠে
ছড়িয়ে থাকা কুঞ্জবনে !
মেঘের সাথে রোদের খেলা
লুকোচুরি ডিগবাজি,
শারদপ্রাতে শুভ্র কাশে
সাদা বকের মিলনরাজি !
রাত্রি হলেই জোনাক জ্বলে
পাখির পালকে মেঘেরা নামে,
আগুনরঙা তারার খেলা
শরৎবালার চিঠির খামে!
সপ্তঋষির বেনুবর্না কাশবনে যে দোলে ঐ,
মিঠে হাওয়ায় ঢেউ তুলে যায়
দুচোখ মেলে চেয়ে রই !
শ্রাবন শেষে ভরা ভাদোরে
শরতের খেলা শুভ্র উঠোনে,
হলুদ রঙা সন্ধে বেলায়
শরৎ হাসে দূরালাপনে !!
শাহান আরা জাকির পারুল
নাট্যকার, লেখক ও গবেষক
বিষয়: শাহান আরা জাকির পারুল
আপনার মূল্যবান মতামত দিন: